বসন্তের শুভেচ্ছা ছন্দ এসএমএস

বসন্তের শুভেচ্ছা ছন্দ এসএমএস

বসন্তের শুভেচ্ছা ছন্দ এসএমএস, bosonter shuveccha chondho sms, বসন্তের শুভেচ্ছা ছন্দ,ছন্দ এসএমএস ,বসন্ত status

আগুন ভরা আকাশ
গরম গরম বাতাস
ছিরবিরানি গা
গরম কমে না
কলসি কলসি জল
মাথায় দিবি কত বল
এইতো সবে শুরু
ভালো থেকো গুরু

ধরণী আজ উঠিছে সাজি
মনের দক্ষিণ দার খুলে দেবো আজি
মাতাল হবো সুখে আজকে অনন্ত
সার্থক হবে ফাগুন, সার্থক বসন্ত।

ঋতুরাজ বসন্তের এসএমএস, ঋতু কালিন নতুন বাংলা SmS ২০২০

শীত গেলো গরম এল,
পুকুরের পানি ময়লা হল।
গরমের এখনো নুতন রুপ,
নদীতে দিতে হবে ডুপ।
ওরে আমার বন্ধু গন,
তোমাদের গরমের নিমন্ত্রণ।

ফেসবুকে মেয়েদের কিছু কাব্যিক নাম

বসন্ত মাস ভালোবাসায় ভরপুর
তুমি আর আমি ঘুরবো সারা দুপুর
বসন্তের ফুল গুজে দেবো তোমার খোপায়
ভালোবাসার এটাই তো সেরা সময়।

একটি কবিতা,
একটি
পলাশ,
একটি কোকিল,
তুমি আর আমি
সব মিলিয়ে আজ
বসন্ত।

বসন্তের আগমনে কোকিলের সুর,
গ্রীষ্মের আগমনে রোদেলা দুপুর।
বর্ষার আগমনে সাদা কাশফুল,
এই দুপুরে তোমাকে দেখতে মন হলো বেকুল।**

বসন্তের status বসন্তের sms বাংলা বসন্ত sms bangla বসন্তের শুভেচ্ছা বার্তা বসন্তের বাংলা মেসেজ

হে বসন্ত,
খনিকের মায়ায় যাসনে তুই চলে..
যদিও যাবি,
যাস তুই আমায় একটু বলে।
যাবার সময়,
দিস আমায় তোর রঙের একটু খানি ছোয়া।
দিবি কি আমায়?
আমি এই অল্প খানি চাই,
সারাজীবন থাকবো আমি তোরই অপেক্ষায়।

সকাল বেলা ঘুম থেকে উঠে যেই মেলেছি আখি
সামনে যকে দেখেছে সেজন কি তুমি?
বাসন্তি রঙ শাড়ীতে আজ লাগছে অপরূপা
খোলা চুলে জবা ফুলে বেঁধেছো ঐ খোপা।

গাছে গাছে নতুন পাতা.
ফুল ফুটছে বেশ।
সব পাখির মন খারাপ.
শিতের হল শেষ।
নতুন রুপে,নতুন সাঁঝে
নিভাবে মনের আগুন।
তাইতো আজ প্রকৃতি জুড়ে।
বসন্তের ফাগুন।

দেখো বসন্তের বাতাস বইছে আজি
এসো বসন্তের রঙ্গে সাজি
আজ ঘরে ফিরতে চাইছে না যে
আমার এ মনের মাঝি।

ফুল ফুটলো রাশি রাশি,
উদাস মনটা বেজাই খুশি।
বসন্তের আগমনে,
ফুল ফুটেছে সব বাগানে।
তাই কোকিল গান করে,মনের টানে।

বসন্তের শুভেচ্ছা ছন্দ

প্রথম ফাগুন দিনে
একগুচ্ছ গোলাপ দিলেম কিনে।
সেই সে গোলাপ
ফুটেছিল সাহারার প্রান্তরে
একটি একটি করে।

ফুলের রানি,রূপের রানি,
কোথায় তুমি যাও?
তোমার সাথে সঙ্গী করে.
আমায় নিয়ে যাও।
কি সুন্দর হাসি তোমার.
মায়াবীতে ভরা
তোমায় পেলে সত্যি আমি.
হব দিশে হারা,

বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিলো নেশা, বসন্ত এসে গেছে
মধুরও অমৃত বানী বেলা গেলো সহজেই, মরমে উঠিলো বাজি বসন্ত এসে গেছে।

প্রকৃতি সেজেছে আজ অপরূপ সাজে,
মনের মাঝে একি সুর বাজে।
শিমুলের বনে আজ লেগেছে আগুন,
আজ কি তবে আবার এসেছে ফাগুন?

সূর্য-ঘড়ি সাত সকালে,
ফাগুন রাঙ্গা শাড়ি পড়ে দিন গোনে আজ কার?
বাসন্তিরা সবুজ টিপে,
লাল সাদা আর হলুদ পাড়ে হাত ধরেছে তার

আজি এ বসন্ত দিনে বাসন্তী রঙ ছুয়েছে মনে
মনে পরে তোমাকে ক্ষণে ক্ষণে চুপি চুপি নিঃশব্দে সঙ্গোপনে
ফাগুনের রঙে রেঙেছো তুমি, না বলা কথা আজ বলবো আমি
হৃদয়ের ডাক শুনবে কি তুমি?

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
আমার আপন হারা প্রাণ
আমার বাধন ছেঁড়া প্রাণ।

বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে
সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে।

ফাগুনের প্রথম সকালে
মেঘের কাছে পাঠালাম চিঠি
সে চিঠি হারিয়ে যাবে কিনা আছলের আচমকা বাতাসে
তবুও প্রতি ফাগুনে পাথাবো চিঠি
আকাশের খোলা খামে
সবাইকে ফাল্গুনের অনেক শুভেচ্ছা।

About Post Author

Related posts