ভালবাসা দিবসের উপহার বা গিফট

ভালবাসা দিবসের উপহার বা গিফট

ভালবাসা দিবসের উপহার বা গিফট

বিশ্ব ভালোবাসা দিবসের আর মাত্র কয়েক ঘন্ট আছে বাকি।
অনেকেই উদগ্রীব হয়ে আছেন এই দিনটিকে নিজের মতো করে পালন করার জন্য।
অনেকেই হয়ত ভালোবাসার মানুষটিকে উপহার দেওয়ার কথা ভাবছেন। কিন্তু বুঝতে পারছেন না কী উপহার দিবেন প্রিয় মানুষটিকে।
আবার চমকে দেওয়ার আশায় তাকে জিজ্ঞাসাও করতে পাচ্ছেন না কী উপহার পেলে খুশি হবেন তিনি।

একগুচ্ছ ফুল
ফুল ভালবাসে না এমন মানুষ নায়। কম-বেশি সবাই ফুলকে ভালবাসে।
কাজেই ভালোবাসা দিবসে আপনি যাকে ভালোবাসেন তাকে একগুচ্ছ ফুল দিয়েই বরণ করে নিন।
তাতে করে ফুলের মতো ভালোবাসাকেও পবিত্র মনে হবে।

14 ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের পিকচার ছবি ফটো

চকলেট
চকলেট ও ভালোবাসা দিবসের একটি ভালো উপহার হতে পারে।
কাজেই প্রিয় মানুষটির জন্য তার পছন্দমতো এক বাক্স চকলেট কিনে রাখুন।
চাইলে ব্রান্ডের দামি কোনো চকলেটও উপহার দিতে পারেন।

ভালোবাসা দিবসের ছন্দ এসএমএস ২০২১

বই
শুধু ফুল, চকলেট আর কার্ড নয়, ভালোবাসার মানুষটিকে তার পছন্দমতো কোনো বইও উপহার দিতে পারেন। কথার ছলেই তার কাছ জেনে নিন কোন ধরনের বই তার পছন্দ।

ভালবাসা দিবসের উপহার বা গিফট

পোশাক
‘বিশ্ব ভালোবাসা দিবস’ উপলক্ষে বুটিক হাউজগুলোতে পোশাকের নতুন নতুন কালেকশান দেখা যায়। কাজেই উপহার হিসেবে পছন্দের কোনো পোশাকও কিনতে পারেন।

পারফিউম
ভিন্ন রং ও সুবাসের পারফিউম অথবা বডি স্প্রে দিয়েও চমকে দিতে পারেন ভালোবাসার মানুষটিকে।

মোবাইল
ভালোবাসা দিবসের শ্রেষ্ঠ উপহার হতে পারে মোবাইলও। কাজেই তার পছন্দমতো সেট কিনে তাকে উপহার দিন। এর সাথে মোবাইল কভার উপহার দিতেও ভুলবেন না কিন্তু।

ভালোবাসা দিবসের শুভেচ্ছা 2021

গয়না
ভালোবাসার মানুষটিকে ছোট্ট কোনো গয়নাও উপহার দিতে পারেন। চাইলে তাকে আংটি অথবা হাতের ব্রেসলেটও দিতে পারেন। তবে কেনার সময় অবশ্যই ভালবাসার মানুষটির সাথে যাতে মানানসই হয় তা ভেবে কিনবেন।

About Post Author

Related posts