বসন্তের শুভেচ্ছা ২০২১, bosonter shuveccha 2021
পহেলা ফাল্গুন বসন্ত কাল আসলে সবাই শুভেচ্ছা পেতে চায়।তাই যারা বসন্ত এসে গেছে এসএমএস বা বসন্তকালের শুভেচ্ছা পেতে চান। তাদের জন্য এখানে বসন্তের শুভেচ্ছা বা বসন্তের ছন্দ দেওয়া হয়েছে। বসন্তের এই দিন পালনে অনেকেই হলুদ শাড়ি পড়ে থাকে। আবার অনেকে বসন্তকে ঋতুরাজ বসন্ত বলে।
গাছে গাছে নতুন পাতা.
ফুল ফুটছে বেস।
সব পাখির মন খারাপ.
শীতের হলো শেষ।
নতুন রুপে,নতুন সাজে.
নিভাবে মনের আগুন।
তাইতো আজ প্রকৃতি জুড়ে।
বসন্তের ফাগুন।
গাছের পাতা ঝরে
নতুন করে গজিয়েছে পাতা
এইতো এসে গেছে বসন্ত
তাইতো তোমাকে জানাই বসন্তের শুভেচ্ছা
ঋতুরাজ বসন্তের এসএমএস, ঋতু কালিন নতুন বাংলা SmS ২০২১
গাছে গাছে ফুলের সমারোহ কোকিলের কন্ঠে চারপাশ মন মুগ্ধ
তাই তোমায় জানাই বসন্তের শুভেচ্ছা
কোকিলের মিষ্টি মধুর ডাক
গাছের ফুলের সুন্দর সমাহার
সবকিছুতেই লেগে আছে বসন্ত
তাই সবাইকে জানাই বসন্তের শুভেচ্ছা
আজ প্রকৃতি সেজেছে নতুন রূপে
তাইতো তোমাকে জানালাম বসন্তের শুভেচ্ছা
কত ঋতু চলে গেল
এসে গেল বসন্ত
তাই তোমায় জানালাম বসন্তের শুভেচ্ছা
হলুদ শাড়ি আর ফুলের শুভেচ্ছা নিও
তোমায় জানাই বসন্তের শুভেচ্ছা
এ বসন্ত সবার ভাল কাটুক এই আশায় সবাইকে বসন্তের শুভেচ্ছা
আজ প্রকৃতি সেজেছে বসন্তের সাজে
ফুল ফুটছে পাখি গাইছে।।
আজও বসন্তের সাজে সাজা হল না
ফুলের রঙ ফুলেই রয়ে গেল
আমার বসন্তের কোকিলের সাথে দেখা হল না আজও.
অপেক্ষা শুধুই অপেক্ষা।
কত বসন্ত আসে
কত বসন্ত
যায়
কত কোকিল পথ হারিয়ে
কণ্ঠ থেমে যায় অবলীলায়
শুধু আমি কোথাও যেতে পারলাম না
তোমাকে ছেড়ে কোথাও না।
দেখো বসন্তের বাতাস বইছে আজি
এসো বসন্তের রঙে সাজি,
আজ ঘুরে ফিরে চাইছে না যে
আমার এ মনের মাঝি।
বসন্তের শুভেচ্ছা ২০২১
আজি আসিয়াছে বসন্ত, গাছে গাছে ফুটিয়াছে ফুল;
গজিয়াছে নব পল্লব, পাখিরা করিছে কলরোল।
প্রকৃতি সাজিয়াছে অপরূপ সাজে,
জনমনে প্রফুল্লতা সর্ব কাজে।
মাঘের অস্থি কম্পিত শীত পালিয়ে
হলো ঋতু রাজের নব জাগরণ
ফাগুনের মিষ্টি রোদ্দুর কিরণে
চিত্তে জাগে আহ্লাদের শিহরণ।
বসন্ত মাস ভালোবাসায় ভরপুর
তুমি আর আমি ঘুরবো সারা দুপুর
বসন্তের ফুল গুঁজে দেবো তোমার খোঁপায়
ভালোবাসার এটাই তো সেরা সময়।