২১ শে ফেব্রুয়ারি পিকচার, ছবি, ফটো, পিক ডাউনলোড ২০২২
২১শে ফেব্রুয়ারি SMS কালেকশন (21 February এসএমএস) [শহীদ দিবসের স্ট্যাটাস, উক্তি, ছন্দ] [শুভেচ্ছা বাণী]
২১ ফেব্রুয়ারি পিক (21 February Pic 2022)
“আর পড়ুনঃ” ২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা এসএমএস
রক্তে কেনা বাংলা আমার লক্ষ শহীদের দান,
তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান?
সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ঐ দিনে,
বিকেলে আবার উঠছো মেতে ইংলিশ হিন্দি গানে!
“আর পড়ুনঃ” ২১ শে ফেব্রুয়ারি উক্তি
২১ ফেব্রুয়ারি ব্যানার
রফিক, সালাম, বরকত, আরো হাজার বীর সন্তান,
করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান ,
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান,
ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান
“আর পড়ুনঃ” ২১ শে ফেব্রুয়ারি বানী
২১ ফেব্রুয়ারী কভার ফটো
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি!
একুশে ফেব্রুয়ারি চিত্র অংকন
একুশ আমার গর্ব, একুশ আমার অহংকার।
বর্তমান প্রজন্মকে এই দিন সম্পর্কে জানানোর আহ্বান জানাই সকলকে।
কয়জনই বা পারে ভাষার জন্য নিজের জীবন বিলিয়ে দিতে?
এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করায় আমরা গর্বিত।
২১ ফেব্রুয়ারি ফটোগ্রাফি
মনে পড়ে ৫২ এর কথা, মনে পড়ে একুশে ফেব্রুয়ারির কথা, যখন হারিয়েছি আমার ভাইদের, দিয়েছি রক্ত ভাষার জন্য।
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস পিক
রফিক, সালাম, বরকত, আরও হাজার বীর সন্তান, করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান। যাদের রক্তে রাঙানো একুশে ওরা যে অম্লান, ধন্য আমার মাতৃভাষা ধন্য তাঁদের প্রান।
২১ ফেব্রুয়ারি ওয়ালপেপার বাংলা
বাংলাদেশের সোনার ছেলে ভাষা শহীদের দল,
জীবন দিয়ে এনে দিলো বাংলা ভাষার ফল।
তাঁদের দানে আজকে আমারা স্বাধীনভাবে কথা বলি,
সেই সোনার ছেলেদের ত্যাগের কথা কেমন করে ভুলি!
২১ শে ফেব্রুয়ারি পিকচার, ছবি, ফটো, পিক ডাউনলোড
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
“আর পড়ুনঃ” নতুন বছরের শুভেচ্ছা ছন্দ এস এম এস ২০২২
আমার ভাষা, আমার মায়ের ভাষা, গর্বিত এই ভাষায় কথা বলতে পেরে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সবাইকে।
একুশে ফেব্রুয়ারী
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি – মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
শহীদ মিনার পিকচার
কোন ভাষা যেন এই পৃথিবী থেকে হারিয়ে না যায়। প্রত্যেকে যেন তাঁর মাতৃভাষায় নিজের মতামত প্রকাশ করতে পারে এই কামন করি। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
শহীদ মিনার ফটো
ভাষা সৈনিকদের জন্য বিনম্র শ্রদ্ধা ও একইসাথে সবার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
শহীদ মিনার চিত্র
বাংলায় কথা বলি, বাংলাকে সমৃদ্ধ করি। যে ভাষার ভালোবাসায় বুকের তাজা রক্তের দাগ লেগে আছে। সেই ভাষাকে সম্মান করি। বাংলা ভাষা তা হোক আঞ্চলিক বা প্রমিত। বাঙালির পরিচয় বাংলায়। বাঙালির অহংকার বাংলা। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।