পদার্থজ্ঞান MCQ (মডেল ১) উত্তর মালা ২০২১

পদার্থজ্ঞান MCQ (মডেল ১) উত্তর মালা ২০২১

১) নিচের কোনটি স্কেলার রাশি?
উত্তরঃ কাজ

২) নিচের কোনটি মৌলিক রাশি?
উত্তরঃ ভর
৩)নিচের কোনটি মৌলিক রাশি নয়?
উত্তরঃ দীপন ক্ষমতা
৪)রেডিয়াম কে আবিষ্কার করেন?
উত্তরঃ মেরি কুরি
৫)গতির সমীকরণ কয়টি?
উত্তরঃ চারটি
৬) কোনটি সরল স্পন্দন গতির উদাহরণ?
উত্তরঃ সরল দোলকের গতি
৭) নিচের কোনটি রাশি নয়?
উত্তরঃ মানুষের মন
৮) নিচের কোনটা রাশি?
উত্তরঃ মানুষের ভর
৯) নিচের কোনটি স্কেলার রাশি?
উত্তরঃ সময়
১০) কোনটি সরণের মাত্রা?
উত্তরঃ L
১১) নিচের কোনটি ভেক্টর রাশি?
উত্তরঃ বেগ
১২) নিউটনের কোন সূত্র থেকে বলের পরিমাপ করা যায়?
উত্তরঃ ২য় সূত্র
১৩) কোন বলের লম্ধি শূন্য হয়?
উত্তরঃ সাম্য বল
১৪)এক অশ্ব ক্ষমতা কত ওয়াটের সমান?
উত্তরঃ 746
১৫)মৌলিক বল কয়টি?
উত্তরঃ চারটি
১৬)মৌলিক বলগুলোর মধ্যে সব থেকে দুবল কোনটি?
উত্তরঃ মহাকর্ষ বল
১৭) নিচের কোনটি থেকে অ্যামোনিয়া উৎপাদিত হয়?
উত্তরঃ কয়লা
১৮)শক্তি প্রধান উৎস?
উত্তরঃ সূর্য
১৯) ক্ষমতার একক কোনটি?
উত্তরঃ জুল/সেকেন্ড
২০)সকল চলমান বস্তুুতে কোনটি বিদ্যমান?
উত্তরঃ গতি শক্তি
২১) কোনটি কাজের উদাহরণ?
উত্তরঃ লাঙল টানা
২২) কোনটি অদিক রাশি?
উত্তরঃ ক্ষমতা
২৩)ক্ষমতার একককে কী বলে?
উত্তরঃ ওয়াট
২৪) নিচের কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
উত্তরঃ 277 K
২৫) কোন পদার্থের ঘনত্ব বেশি?
উত্তরঃ গ্লিসারিন

About Post Author

Related posts