SSC পদার্থজ্ঞান MCQ (মডেল ৩) উত্তর মালা ২০২১

SSC পদার্থজ্ঞান MCQ ( মডেল ৩) উত্তর মালা ২০২১
১) কম্পিউটারের অন্তগামী ডিভাইস কোনটি?
উত্তরঃ স্ক্যানার
২) রঙিন টেলিভিশনের মৌলিক রং কয়টি?
উত্তরঃ ৩ টি
৩) কে সবপ্রথম ভ্যাকুয়াম টিউব আবিষ্কার করেন?
উত্তরঃ ফ্লেমিং
৪) তেজস্ক্রিয়তা পরিমাপের একক কোনটি?
উত্তরঃ বেকরেল
৫) কোনটি তেজস্কিয় পদার্থ?
উত্তরঃ রেডিয়াম
৬) কত সালে টেলিফোন আবিষ্কার হয়?
উত্তরঃ 1875
৭) সমন্বিত বতনী কত সালে আবিস্কার হয়?
উত্তরঃ1896
৮) কোবাল্ট – ৬০ আইসোটোপ থেকে কোন রাশ্নি নিগত হয়?
উত্তরঃ গামা
৯) কোনটি অধ- পরিবাহি বস্তু?
উত্তরঃ সিলিকন?
১০) কাবনের আইসোটোপ কয়টি?
উত্তরঃ ৩ টি
১১) নিউক্লিয়াস থেকে কোন রশ্নিটি নিগত হয় না?
উত্তরঃ এক্স
১২) আলফা রশ্নি আসলে একটি?
উত্তরঃ হিলিয়াম নিউক্লিয়াস
১৩) ইউরেনিয়ামের পারমানবিক সংখ্যা কত?
উত্তরঃ 92
১৪) থোরিয়ামের পারমাণবিক সংখ্যা কত?
উত্তরঃ 90
১৫) কোন রশ্নির ভর নেই?
উত্তরঃ গামা রশ্নি
১৬) টেলিফোনে কতটি উপাংশ থাকে?
উত্তরঃ 5
১৭) নিচের কোনটি একটি বিশেষ ছাঁকন যন্ত্র?
উত্তরঃ বৃক্ক
১৮) CTScan এর পূনরূপ কী?
উত্তরঃ Computed Tomography Scan
১৯) কোনটির সাহায্যে হৃৎপিণ্ডের স্পন্দনের হার পরিমাপ করা যায়?
উত্তরঃ ইসিজি
২০) জগদীশ চন্দ্র বসুর পূর্বপুরুষেরা যে জেলায় থাকতেন?
উত্তরঃ ঢাকা
২১) এক্সরে আবিষ্কার করেন কে?
উত্তরঃ রন্টজেন
২২) ক্যাথোড কোন পদার্থের তৈরি?
উত্তরঃ টাংস্টেন
২৩) কোনটি কারনে ফিলামেন্ট হতে ইলেকট্রন মুক্ত হয়?
উত্তরঃ তাপ
২৪) জরায়ুর টিউমার সনক্ত করা হয় কোনটির মাধ্যমে?
উত্তরঃ আল্ট্রাসনোগ্রাফি
২৫) এন্ড্রোসকপি যন্ত কয়টি নল থাকে?
উত্তরঃ ২ টি

About Post Author

Related posts