SSC পদার্থজ্ঞান MCQ (মডেল ৪) উত্তর মালা ২০২১
১)প্লবতা এর একক কি?
উত্তরঃ N
২)চাপ কমলে বাষ্পায়নের হার কেমন হয়?
উত্তরঃ বেড়ে যায়
৩)পদার্থের তাপমাএিক ধম নিচের কোনটি?
উত্তরঃ বল
৪)বস্তুর অনুগুলোর মোট তাপ অনুগুলোর গতিশক্তির কত?
উত্তরঃ সমাণুপাতিক
৫) একটি বস্তু কোনো তলের উপর দিয়ে গড়িয়ে চলেল কোন ঘষণ বলের সৃষ্টির হয়?
উত্তরঃ আবত ঘষণ
৬) ঘষণ কত প্রকার?
উত্তরঃ চার
৭) বল পরিমাপের ধারনা পাওয়া যায় নিচের কোনটি থেকে?
উত্তরঃ নিউটনের দ্বিতীয় সূএ
৮) বলের একক কোনটি?
উত্তরঃ নিউটন
৯) বস্তুর জড়তার পরিমাপ কে কি বলে?
উত্তরঃ ভর
১০) ভর হচ্ছে বস্তুর?
উত্তরঃ জড়তার পরিমাপ
১১) সময় সাথে বেগের পরিবর্তনের হারকে কী বলে?
উত্তরঃ ত্বরন
১২) সময় সাথে বেগ হ্রাসের হারকে কী বলে?
উত্তরঃ মন্দন
১৩) গিটারের তারের কোন ধরনের গতি?
উত্তরঃ স্পন্দন গতি
১৪) এককের আন্তর্জাতিক পদ্ধতি কত সালে চালু হয়?
উত্তরঃ 1960
১৫) পারলারে কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ অবতল দপন
১৬) অভিলম্ব ও প্রতিফলকের মধ্যবতি কোণ কত ডিগ্রি?
উত্তরঃ 90
১৭) আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যম যায় তখন কোনটি ঘটে না?
উত্তরঃ ব্যতিচার
১৮) আলো কোন মাধ্যমে সরলপথে গমনকরে?
উত্তরঃ স্বচ্ছ ও সমসত্ত
১৯) কোনটি দীপ্তমান বস্তুর উদাহরণ?
উত্তরঃ সূর্য
২০) স্প্রে গান কোনটিন তৈরি করে?
উত্তরঃ আহিত কণা
২১) বলরেখার মধ্যবতী ফাঁক তড়িৎ তীব্রতার কী নিদেশ করে?
উত্তরঃ মান
২২) ইলেকট্রনিক যন্ত্রপাতি বতনীতে বেশি পরিমানে কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ ধারক
২৩) কোনটি ব্যবহার করে রং স্প্রে করা হয়?
উত্তরঃ স্থির তড়িৎ
২৪) তড়িৎবীক্ষণ যন্ত ব্যবহৃত দণ্ডের নিচে কয়টি পাত থাকে?
উত্তরঃ ২ টি
২৫) সিল্ক ও কাচদন্ড ঘষন করলে কোনটির স্থানান্তর ঘটবে?
উত্তরঃ নিউক্লিয়াস