SSQ পদার্থজ্ঞান MCQ ( মডেল ৫) উত্তর মালা ২০২১
১)  কোন বলের লব্ধি শূন্য  হয়?
উত্তরঃ সাম্য বল
২) অ্যামিটারের পাঠ কত অ্যাম্পিয়ার?
উত্তরঃ 0.75
৩) নিচের কোনটি যান্ত্রিক শক্তির একটা অংশ?
উত্তরঃ গতিশক্তি
৪) বায়ুপাম্প কে আবিস্কার করেন?
উত্তরঃ ভন গুয়েরিক
৫) নিচের কোনটি স্কেলা রাশি?
উত্তরঃ কাজ
৬) নিচের কোনটি বণ সংবেদনশীল?
উত্তরঃ কোন
৭) স্পর্শ বল কোনটি?
উত্তরঃ ঘষণ বল
৮) লেস্নের ক্ষমতার একক কোনটি?
উত্তরঃ ডায়াপ্টার
৯) কোনটি ভেক্টর রাশি?
উত্তরঃ ভরবেগ
১০) নিউটনের কোন সূএ থেকে বলের পরিমাপ করা যায়?
উত্তরঃ ২য় সূএ
১১) নিচের কোন তাপমাএা পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
উত্তরঃ 277K
১২) নিম্নের কোনটির সাহায্যে করে  মানব শরিরের বিভিন্ন  অঙ্গের এিমাএিক ছবি পাওয়া যায়?
উত্তরঃ সিটিস্ক্যান
১৩) অপটিক্যাল ফাইবার এর আবরনের প্রতিসরণাঙ্ক কত?
উত্তরঃ 1.50
১৪) নিচের কোনটি নবায়নযোগ্য শক্তি?
উত্তরঃ পানি
১৫) আপেক্ষিক  তত্ত্বের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ আলবার্ট  আইনস্টাইন
১৬) পদার্থের চতুর্থ  অবস্থান  নাম কি?
উত্তরঃ প্লাজমা
১৭) নিচের কোনটি পরিবাহি?
উত্তরঃ মানবদেহ
১৮) পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে  পিস্টন  গতি কোন ধরনের গতি?
উত্তরঃ পযায়বৃত্ত গতি
১৯) পদার্থের পরিমাণের এসআই একক কোনটি?
উত্তরঃ মোল
২০) ওকটি লেন্সের ক্ষমতা 2.5D। লেন্সটির ফোকাস দূরত্ব  কত?
উত্তরঃ  40cm
২১) নিচের কোনটি পরিবাহী পদার্থ?
উত্তরঃ তামা
২২) নিচের কোনটি লব্ধ রাশি?
উত্তরঃ তাপ
২৩) সমতল দপণের নিচের কোনটি সটিক?
উত্তরঃ প্রতিবিম্ব অবাস্তব ও বিবধনের মান এক
২৪) তড়িৎ  মোটরের চৌম্বক  ক্ষেএের প্রাবল্য কি ভাবে বাড়ানো যেতে পারে?
উত্তরঃ কয়েলের পেঁচের সংখ্যা বৃদ্ধি  করে
২৫) তাপ বিদ্যুৎ  কেন্দ্রের  প্রধান উপাদান কোনটি?
উত্তরঃ কয়লা

