SSC পদার্থজ্ঞান MCQ ( মডেল ৬) উত্তর মালা ২০২১
১) আলো কে তাড়িত চৌম্বক তরঙ্গ আকারে ব্যাখ্যা করেন কে ?
উত্তরঃ ম্যাক্সওয়েল
২) কোনটি মৌলিক রাশি নয়?
উত্তরঃ তাপ
৩) পদার্থের  অবিভাজ্য এককের নাম পরমাণু”- সংঙ্গাটি কে প্রদান করেন?
উত্তরঃ ডেমোক্রিটাস
৪) বোসন কী ধরনের কণা?
উত্তরঃ মৌলিক
৫) নীলস বোর কোন মৌল নিয়ে পরীক্ষা  করেন?
উত্তরঃ হাইড্রোজেন
৬) বস্তুর অবস্থান  পরিবর্তনের হারকে কী বলে?
উত্তরঃ  দ্রুতি
৭) বেগ নিণয়ের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?
উত্তরঃ  স্পিডোমিটার / ভেলাটোমিটার
৮) সুষম বেলনের কোথায় তার অভিকষ কেন্দ্র  অবস্থিত?
উত্তরঃ অক্ষের কেন্দ্রবিন্দুতে
৯) ওজনের একক কোনটি?
উত্তরঃ নিউটন
১০) কোন অঞ্চলের `g’ এর মান সবচেয়ে কম?
উত্তরঃ বিষুর
১১)  নিচের কোনটি লুব্রিকেন্ট পদার্থ?
উত্তরঃ মবিল
১২)  ঘষণ বল কোন দিকে কাজ করে?
উত্তরঃ গতির বিপরীত দিকে
১৩)   মুক্ত ভাবে পড়ন্ত বস্তুুর ক্ষেএে কোনটি সঠিক?
উত্তরঃ গতি শক্তি বৃদ্ধি  পায়
১৪)  পদার্থের  অণুগুলোর গতিশক্তি ও বিভব শক্তির  সমষ্টিকে কোন শক্তি বলে?
উত্তরঃ অভ্যন্তরীন শক্তি
১৫) কোন দেশ জোয়ার ভাটা থেকে বিদ্যুৎ  উৎপন্ন করে?
উত্তরঃ  ফ্রান্স
১৬)    1J=  ?
উত্তরঃ 1 Nm
১৭) যান্ত্রিক  শক্তি কত প্রকার?
উত্তরঃ  ২
১৮) গতি শক্তি 9 গুন হলে বস্তুুর বেগ কত হবে?
উত্তরঃ ৩ গুণ
১৯) এভারেস্ট পবত শৃঙ্গের উপর বায়ুমন্ডলীয় চাপ কত?
উত্তরঃ 22.8cm  পারদ চাপ
২০) প্লাজমার কণাগুলো কীরূপ?
উত্তরঃ তড়িৎ  পরিবাহী
২১) কোন সাগরের পানিতে মানুষ ভাসে?
উত্তরঃ   Dead sea
২২) প্লাজমার অবস্থার বড় উৎস  কোনটি?
উত্তরঃ সূর্য
২৩) চাপের একক কোনটি?
উত্তরঃ প্যাসকেল
২৪)  চোরাবালিতে পড়লে কী করতে হয়?
উত্তরঃ শুয়ে পড়তে হয়
২৫) কোনো বস্তুর একক আয়তনে পদার্থের  পরিমাণকে কী বলে?
উত্তরঃ ঘনত্ব

