বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২১ মডেল ১

বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২১ মডেল ১

১)ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?
উত্তরঃ অসাম্প্রদায়িক মনোভাব।

২) পাকিস্তান সৃষ্টির পূর্বেই কোন বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়?
উত্তরঃ প্রস্তাবিত রাষ্ট্রের ভাষা কি হবে।

৩) কোন সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৭০ সালে।

৪) কতসালে পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়?
উত্তরঃ ১৯৫৬ সালে।

৫) পূর্ব বাংলার মুক্তির সনদ কোনটি?
উত্তরঃ ৬ দফা।

৬) কাকে দিয়ে প্রথম শহীদ মিনারের উদ্বোধন করা হয়? উত্তরঃ শফিউরের পিতা।

৭) ১৫ ই মার্চ সংগ্রাম পরিষদের সঙ্গে ৮ দফা চুক্তিতে স্বাক্ষর করেন কে?
উত্তরঃখাজা নাজিমুদ্দিন।

৮)উর্দুই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা কে বলেছেন?
উত্তরঃ মুহাম্মদ আলী জিন্নাহ।

৯) কবর নাটকের পটভূমি কোনটি?
উত্তরঃ ভাষা আন্দোলন।

১০) কার নেতৃত্বে তমুদ্দিন মজলিস গড়ে ওঠে?
উত্তরঃ অধ্যাপক আবুল কাশেম।

১১) কৃষি ক্ষেত্রে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে কত বৈষম্য ছিল?
উত্তরঃ ৫৮%।

১২) পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ দলটি গঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৪৯ সালে।

১৩) ঢাকার 21 ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে স্মৃতির মিনার কবিতাটি রচনা করেন কে?
উত্তরঃ আলাউদ্দিন আল আজাদ।

১৪) ১৯৬৬ সালে পাকিস্তানে প্রশাসনিক ক্ষেত্রে কৃষিখাতে বাঙালি কত শতাংশ ছিল?
উত্তরঃ ২১%

১৫) যুক্তফ্রন্টের 21 দফার অন্তর্ভুক্ত দফা কোনটি?
উত্তরঃ বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদ।

১৬) ছাত্ররা 11 দফার দাবিতে কত সালে আন্দোলন করেছিল?
উত্তরঃ ১৯৬৮

১৭) ঐতিহাসিক আগরতলা মামলা কত জনের বিরুদ্ধে রুজু করা হয়?
উত্তরঃ ৩৫।

১৮) ধীরেন্দ্রনাথ দত্ত কে ছিলেন?
উত্তরঃ পাকিস্তানি গণপরিষদ সদস্য।

১৯)করাচিতে শিক্ষা সম্মেলন কখন অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৭ সালের ডিসেম্বরে।

২০) পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু পুস্তিকাটি প্রকাশ করে কে?
উত্তরঃ তমুদ্দিন মজলিশ।

২১) মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের কি ছিলেন?
উত্তরঃ গর্ভনর জেনারেল।

২২) ১৯৪৮ সালে পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ মোহাম্মদ আলী জিন্নাহ।

২৩) রাষ্ট্রভাষা আন্দোলনের সময় পাকিস্তান সরকার কত তারিখে ১৪৪ ধারা জারি করে?

উত্তরঃ ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি।

২৪) ২২ শে ফেব্রুয়ারির শোক র‍্যালিতে পুলিশের কোন ভাষা সৈনিক শহীদ হন?
উত্তরঃ শফিউর।

২৫) যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করেন কে?
উত্তরঃ গোলাম মোহাম্মদ।

About Post Author

Related posts