রসায়ন MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২১ মডেল 2
১) নিচের কোনটি ভৌত পরিবর্তন?
উত্তরঃ পানি ও চিনির দ্রবণ
২) নিচের কোন পদার্থটির ঊর্ধ্বপাতন ঘটে?
উত্তরঃ আয়োডিন
৩) পদার্থ সাধারণত কয় অবস্থায় থাকে?
উত্তরঃ ৩
৪) কোন গ্যাসটির ব্যাপনের হার বেশি?
উত্তরঃ ইথিন
৫) কোন পদার্থটিকে তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয়?
উত্তরঃ ন্যাপথালিন
৬) কোনটি অজৈব যৌগ?
উত্তরঃ পানি
৭) কোন পদার্থের গতিশক্তি সবচেয়ে কম?
উত্তরঃ কঠিন
৮) কোনটির অধিক আন্তঃআণবিক শক্তি?
উত্তরঃ মোম
৯) কোনটির প্রসারণশীলতা সবচেয়ে বেশি?
উত্তরঃ ফ্লোরিন
১০) কোনটির আন্তঃআণবিক শক্তি অধিক?
উত্তরঃ চিনি
১১) কোনটির অণুসমূহের গতিশীলতা সবচেয়ে কম?
উত্তরঃ বরফ
১২) ব্যাপন প্রক্রিয়ার কী ঘটে?
উত্তরঃ উচ্চ ঘনমাএার স্থান থেকে নিম্ন ঘনমাএার দিকে ছড়িয়ে পড়ে
১৩) কোনটি স্বতঃস্ফুত প্রক্রিয়া?
উত্তরঃ ব্যাপন
১৪) নিচের কোনটি নিঃসরণের শত?
উত্তরঃ সরু ছিদ্রপথ
১৫) নিচের কোন তথ্যটি সঠিক?
উত্তরঃ নিঃসরণে কেবল গ্যাসীয় পদার্থ গ্যাসীয় মাধ্যমে ছড়িয়ে পড়ে
১৬) ঘরবাড়িতে জ্বালানি হিসাবে কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তরঃ মিথেন
১৭) কোনটি যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়?
উত্তরঃ সি.এন-জি
১৮) সিলিন্ডারে রান্না কাজে ব্যবহৃত জ্বালানি কোনটি?
উত্তরঃ বিউটেন
১৯) স্ফুটনের বিপরীত প্রক্রিয়ার নাম কি?
উত্তরঃ ঘনীভবন
২০) কোন প্রক্রিয়ার জন্য তাপ সরিয়ে নিতে হয়?
উত্তরঃ ঘনীভবন
২১) কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কীসের মাধ্যমে নিণয় করা যায়?
উত্তরঃ গলনাঙ্ক
২২) বরফের গলনাঙ্ক রেখায় অবস্থান করে কোনটি?
উত্তরঃ বরফ ও পানি উভয়ই
২৩) উধ্বপাতনে অস্তিত্ব নেই কোনটি?
উত্তরঃ গলনাঙ্কের
২৪) ঘনীভবন প্রক্রিয়ায় কোন শক্তি নিগত হয়?
উত্তরঃ তাপ শক্তি
২৫) কোনটি উধ্বপাতিত বস্তুু নয়?
উত্তরঃ বরফ