এসএসসি রসায়ন mcq উত্তরমালা 2021 SSC মডেল ৭

এসএসসি রসায়ন mcq উত্তরমালা 2021 SSC মডেল ৭

১) ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কোনটি?
উত্তরঃ 2,8,5

২) ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটি?
উত্তরঃ 2,8,2

৩) কোনটি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস?
উত্তরঃ 2,8,8,2

৪) সিজিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটি?
উত্তরঃ 2,8,18,18,8,1

৫) পযায় সারণিতে সালফারের অবস্থান কোন গ্রুপে?
উত্তরঃ 16

৬) কোনটি পযায় সারণির মূলভিত্তি?
উত্তরঃ ইলেকট্রন বিন্যাস

৭) As এর পারমাণবিক সংখ্যা কত?
উত্তরঃ 33

৮) ইউরেনিয়ামের পারমাণবিক ভর কত?
উত্তরঃ 238.1

৯) At এর পারমাণবিক সংখ্যা কত?
উত্তরঃ 85

১০) 108পারমাণবিক সংখ্যার মৌল কোনটি?
উত্তরঃ Hs

১১) আগনের পারমাণবিক সংখ্যা কত?
উত্তরঃ 18

১২) হাইড্রোজেন কী?
উত্তরঃ অধাতু

১৩) হিলিয়ামের প্রকৃতি কী?
উত্তরঃ নিষ্ক্রিয় গ্যাস

১৪) ধাতব ধম বলতে কী বোঝায়?
উত্তরঃ ইলেকট্রন ত্যাগের প্রবণতা

১৫) অধাতুর ক্ষেএে নিচের কোনটি সঠিক?
উত্তরঃ বিদ্যুৎ পরিবাহী

১৬) নিচে কোনটি অধাতু?
উত্তরঃ ক্লোরিন

১৭) কোনটি পযায়বৃত ধম?
উত্তরঃ যোজনী

১৮) কোনটি উপধাতু?
উত্তরঃ বোরন

১৯) পযায় সারণিতে-
i.বাম থেকে ডানে গেলে ধাতব ধম হ্রাস পাশ
ii.বাম থেকে ডানে গেলে অধাতব ধম বৃদ্ধি পায়
iii.পযায়বৃত্ত ধমের অস্তিত্ব নেই
নিচের কোনটি সঠিক?
ক) iও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i,ii ও iii
উত্তরঃ i ও ii

২০) গ্রুপে -11তে মৌলের সংখ্যা কতটি?
উত্তরঃ 4

২১) মুদ্রা ধাতুর সংখ্যা পযায় সারণিতে মোট কতটি?
উত্তরঃ 3

২২) হ্যালোজেন মৌলকে কী দ্বারা প্রকাশ করা হয়?
উত্তরঃ X

২৩) কোনটি অপধাতু?
উত্তরঃ সিলিকন

২৪) অবস্থান্তর মৌলগুলো কী?
উত্তরঃ ধাতু

২৫) মৃৎক্ষার ধাতু কোনটি?
উত্তরঃ বেরিয়াম

About Post Author

Related posts