রসায়ন বহুনির্বাচনি নৈব্যক্তিক প্রশ্ন ২০২১ মডেল ১৫
১) এক মোল মিথেন গ্যাস পোড়ালে কি পরিমাণ শক্তি উত্তরঃ 89l KJ
২) নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ?
উত্তরঃ গলিত ম্যাগেসিয়াম
৩) অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়?
উত্তরঃ জারণ
৪) H-Clএর বন্দন শক্তি কত?
উত্তরঃ 431KJ
৫) 1.0মোল O-H বন্দন ভাঙ্গাতে কী পরিমাণ শক্তির প্রয়োজন?
উত্তরঃ 464kJ
৬) C-H এবং O-H বন্ধন শক্তি যথাক্রমে কত কিলোজুল / মোল?
উত্তরঃ 414 ও 464
৭) O=O বন্ধন শক্তি কত?
উত্তরঃ 498kJ
৮) ঘড়ির চেইনে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?
উত্তরঃ Cr
৯) নিচের কোনটি জৈব জ্বালানি?
উত্তরঃ ইথানল
১০) সূর্যের মধ্যে কোন ধরনের বিক্রিয়া ঘটে?
উত্তরঃ নিউক্লিয়ার ফিউসন
১১) photo chemical Smog সৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস?
উত্তরঃ CO
১২) ড্রাইসেলে কোনটির জারণ ঘটে?
উত্তরঃ Zn
১৩) নিচের কোনটির ঘন দ্রবণকে ব্রাইন বলে?
উত্তরঃ NaCl
১৪) কোনটির বন্ধনশক্তি 464KJ/mol?
উত্তরঃ O-H
১৫) লাইট ওয়াটার চুল্লীতে বিদ্যুৎ উৎপন্ন হয় কোন প্রক্রিয়ার?
উত্তরঃ ফিসন বিক্রিয়া
১৬) কোনটি ইলেকট্রন পরিবাহী?
উত্তরঃ গ্রাফাইট
১৭) মোবাইল সেটে কোন ব্যাটারি ব্যবহার করা হয়?
উত্তরঃ লিথিয়াম আয়ন ব্যাটারী
১৮) নিচের কোনটি সমযোজী যোগী হওয়া সত্ত্বেও কক্ষ তাপমাত্রায় কঠিন?
উত্তরঃ ন্যাপথালিন
১৯) 1KCal= কত ক্যালরি?
উত্তরঃ 1000
২০) বতমানে শক্তির আন্তর্জাতিক একক কোনটি?
উত্তরঃ জুল
২১) কোন যৌগে মৌলসমূহ কী ভাবে যুক্ত থাকে?
উত্তরঃ আন্তঃআণবিক শক্তি দ্বারা
২২) কাঠ পোড়ালে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রুপান্তরিত হয়?
উত্তরঃ তাপশক্তি
২৩) টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ পাওয়া যায় কোনটি ব্যবহার করে?
উত্তরঃ খনিজ জ্বালানী
২৪) কোনটি খনিজ জ্বানালী?
উত্তরঃ পেট্রোলিয়াম
২৫) দহন মানে কোনো পদার্থকে কীসের সাথে পোড়ানো?
উত্তরঃ অক্সিজেন