SSC Chemistry All Board M.C.Q Question & Answer 2021 Model 14
১) কোনটি ভৌত পরিবর্তন?
উত্তরঃ জলীয় বাষ্পকে খুব ঠান্ডা করে বরফে তৈরি
২) কোনিতে রাসায়নিক পরিবর্তন ঘটে?
উত্তরঃ চুনের সাথে পানি যোগ করা
৩) তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেএে কী ঘটে?
উত্তরঃ তাপ উৎপন্ন হয়
৪) তাপহারী বিক্রিয়ায় তাপ শোষিত হওয়ার ফলে কী ঘটে?
উত্তরঃ বিক্রিয়ার দ্রবন শীতল হতে থাকে
৫) এই বিক্রিয়া উভমুখী হবার কারন কী?
উত্তরঃ বিক্রিয়াটি বদ্ধ পাএে সংঘটিত হয়
৬) কোন বিক্রিয়াকে একমুখী করার উপায় কী?
উত্তরঃ যেকেনো একটি উৎপাদ অপসারণ
৭) ওলিয়ামে S এর জারন মান কত?
উত্তরঃ +6
৮) জারণ সংখ্যার হ্রাস- বৃদ্ধি ঘটে না কোনটিতে?
উত্তরঃ অধঃক্ষেপণ
৯) অধঃ ক্ষেপণ বিক্রিয়ার সাথে সাদৃশ্য আছে কোনটির?
উত্তরঃ দ্বি- প্রতিস্থাপণ
১০) ইলেকট্রন গ্রহন করবে কোনটি?
উত্তরঃ Cl
১১) ইলেকট্রন দান করবে কোনটি?
উত্তরঃ Ba
১২) কোনটি জারণ বিজারণ বিক্রিয়া?
উত্তরঃ প্রতিস্থাপন বিক্রিয়া
১৩) রেডক্স বিক্রিয়ায় বিক্রিয়কের জারণ সংখ্যার পরিবর্তনের কারণ কী?
উত্তরঃ ইলেকট্রনের আদান-প্রদান
১৪) পানির সংযোজন বিক্রিয়ার ক্ষেএে কী ঘটে?
উত্তরঃ কেলাস গঠিত হয়
১৫) মরিচার ধম কোনটি?
উত্তরঃ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না
১৬) মধু কোনধম পদার্থ?
উত্তরঃ ক্ষারীয়
১৭) এন্টাসিড কোন ধমী?
উত্তরঃ ক্ষারীয়
১৮) কলাগাছে কোনধমী উপাদান থাকে?
উত্তরঃ ক্ষারীয়
১৯) নিচের কোনটির উপস্থিতিতে লোহায় মরিচা পড়ে?
উত্তরঃ জলীয়বাষ্প
২০) কোনটি ইলেকট্টোপ্লেটিং- এর উদ্দেশ্য?
উত্তরঃ মরিচা রোধ করা বা ধাতুর ক্ষয় রোধ করা
২১) ঘড়ির চেইনে কোন ধাতু প্রলেপ দিলে উজ্জ্বল দেখায়?
উত্তরঃ ক্রোমিয়াম
২২) বিক্রিয়ার হারের একক কোনটি?
উত্তরঃ মোল/ লিটার, সময়
২৩) সময় যত বাড়তে থাকে সম্মুক বিক্রিয়ার গতিবেগ ততই-
উত্তরঃ কমতে থাকবে
২৪) তাপমাত্রা বাড়ালে কোনটি ঘটবে?
উত্তরঃ বিক্রিয়ার গতি বাড়ে
২৫) বিক্রিয়ার একক সময়ে উৎপন্ন উৎপাদের পরিমাণকে কী বলে?
উত্তরঃ বিক্রিয়ার হার