রসায়ন বহুনির্বাচনি নৈব্যক্তিক প্রশ্ন ২০২১ মডেল ১৬
১) ফোটকেমিক্যাল ধোয়ার ফলে বায়ুমন্ডলের কোন স্তরের ক্ষয়সাধন হয়?
উত্তরঃ ওজন স্তর
২) ইথানল কী ধরনের পদার্থ?
উত্তরঃ দাহ্য
৩) ইথানল কী ধরনের জ্বালানি?
উত্তরঃ জৈব
৪) কোনটি থেকে ইথানল প্রস্তুত করা সম্ভব?
উত্তরঃ সেলুলোজ
৫) তড়িৎ রাসায়নিক কোষের অংশ কোনটি?
উত্তরঃ লবণ সেতু
৬) তড়িৎ কুপরিবাহী কোনটি?
উত্তরঃ শুকনো লবণ
৭) কোনটি ইলেকট্রোলাইটিক পরিবাহী?
উত্তরঃ গলিত লবণ
৮) অ্যানোডের ক্ষেএে কোনটি প্রযোজ্য?
উত্তরঃ অ্যানোডে জারণ ঘটে
৯) তড়িৎদ্বার কী?
উত্তরঃ ধাতব বা অধাতব বিদ্যুৎ পরিবাহী পদার্থ
১০) কোনটি বিদ্যুৎ কুপরিবাহী?
উত্তরঃ কাচ
১১) অধাতু কিন্তু বিদ্যুৎ পরিবাহী কোনটি?
উত্তরঃ গ্রাফাইট
১২) বিশুদ্ধ পানির PH মান কত?
উত্তরঃ 7
১৩) রক্তে PH এর মান কত?
উত্তরঃ 7.35-7.45
১৪) দাঁতের সুরক্ষার জন্য একটি ব্যবহার করা হয়?
উত্তরঃ ক্ষার
১৫) কচুতে কোন ধরনের পদার্থ থাকে?
উত্তরঃ ক্ষারীয়
১৬) কলা গাছে কোনধমী উপাদান থাকে?
উত্তরঃ ক্ষারীয়
১৭) কপার সালফেটের বণ কীরূপ?
উত্তরঃ নীল
১৮) কোন বিক্রিয়ার মাধ্যমে রংধনু পরীক্ষা করা যায়?
উত্তরঃ প্রশমন
১৯) পানির কোন উৎসটি ব্যতিক্রম?
উত্তরঃ ঝরনা
২০) টুথপেস্ট কোন ধরনের পদার্থ?
উত্তরঃ ক্ষার জাতীয়
২১) কোনটির CODবেশি?
উত্তরঃ নদীর পানি
২২) আমে কি ধরনের এসিড থাকে?
উত্তরঃ গ্যালিক এসিড
২৩) লেবুতে কোন এসিড থাকে?
উত্তরঃ সাইট্রিক এসিড
২৪) ভিনেগারের রাসায়নিক নাম কী?
উত্তরঃ ইথানয়িক এসিড
২৫) সকল এসিড কীরুপ স্বাদযুক্ত?
উত্তরঃ টক