জীববিজ্ঞান বহুনির্বাচনি নৈব্যক্তিক প্রশ্ন ২০২১ মডেল ৩
১) কোনটির পরিণত কোষে নিউক্লিয়াস অনুপস্থিত?
উত্তরঃ সিভকোষ
২) ফ্লোয়েম টিস্যুর কাজ কী?
উত্তরঃ পাতার খাদ্য অন্যান্য অঙ্গে পরিবহন
৩) দন্ডকলসের কান্ডে কোন টিস্যু পাওয়া যায়?
উত্তরঃ কোলেনকাইমা
৪) দেহত্বকের নিচে পেশির মধ্যে কোন দরনের যোজক টিস্যু থাকে?
উত্তরঃ ফাইব্রাস
৫) অস্থিকে দৃঢ়তা প্রদান করে কোনটি?
উত্তরঃ ক্যালসিয়াম
৬) Cartilage কোন ধরনের টিস্যু?
উত্তরঃ স্কেলিটাল যোজক টিস্যু
৭) রক্তের প্রধান উপাদান কয়টি?
উত্তরঃ ২ টি
৮) রক্তরসের রং কী রকম?
উত্তরঃ হলুদাভ
৯) লসিকাতন্ত্রের অংশ কোনটি?
উত্তরঃ টনসিল
১০) লোহিত কণিকা লাল হয় কোনটির জন্য?
উত্তরঃ হিমোগ্লোবিন
১১) অনৈচ্ছিক পেশিগুলোর আকৃতি কীরুপ?
উত্তরঃ মাকু আকৃতির
১২) একটি আদশ নিউরনের কয়টি অংশ?
উত্তরঃ ৩
১৩) একটি নিউরনের কয়টি অ্যাক্সন থাকে?
উত্তরঃ ১
১৪) আলোক অণুবীক্ষণ যন্ত্র কত ধরনের?
উত্তরঃ ২
১৫) কোনটি জটিল অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়?
উত্তরঃ কন্ডেনসার
১৬) দৃশ্যমান আলোর তরঙ্গ দৈঘ্য কত nm?
উত্তরঃ 400-700
১৭) যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের আইপিসের বিবধন ক্ষমতা কত?
উত্তরঃ 10x-12x
১৮)অণুবীক্ষণ যন্ত্রের দেহনলের নিচে ঘুণায়মানে অংশকে কী বলে?
উত্তরঃ নোজপিস
১৯) ‘V’ আকৃতির ক্রোমোজোমকে কী বলে?
উত্তরঃ মেটাসেন্ট্রিক
২০) কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়?
উত্তরঃ প্রোফেজ
২১) মেটাসেন্ট্রিক ক্রোমোসোমের আকৃতি কোনটি?
উত্তরঃ V
22) স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় কোন ধাপে
উত্তরঃ প্রো-মেটাফেজ
২৩) কোনটিতে মিয়োসিস কোষ বিভাজেন ঘটে?
উত্তরঃ পরাগধানী
২৪) ইস্টে কোন ধরনের বিভাজেন দেখা যায়?
উত্তরঃ অ্যামাইটোসিস
২৫) মিয়োসিস কোথায় ঘটে?
উত্তরঃ প্রজননক্ষম মাতৃদেহ
২৬) হ্যাপ্লয়েড জীবের কোথায় মায়োসিস হয়?
উত্তরঃ জাইগোটে
২৭) নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে কোন ধাপে?
উত্তরঃ মেটাফেজ
২৮) এককোষী জীব ও কোন প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে?
উত্তরঃ অ্যামাইটোসিস
২৯) ফান উদ্ভিদের কোথায় মিয়োসিস ঘটে?
উত্তরঃ জাইগোটে
৩০)প্রাণীর কোন কোষে মাইটোসিস বিভাজন হয় না?
উত্তরঃ কোনটি নয়