এস.এস.সি পরীক্ষা ২০২১ জীব বিজ্ঞান MCQ মডেল ৫

এস.এস.সি পরীক্ষা ২০২১ জীব বিজ্ঞান MCQ মডেল ৫

১) অ্যালবুমিন একটি-
উত্তরঃ আমিষ

২) ক্লোরোফিলের প্রধান উপাদান কোনটি?
উত্তরঃ Mg

৩) কোনটির মধ্যে উপাদান হিসাবে লৌহ Fe থাকে না?
উত্তরঃ লাল শাক

৪) ১৫ কিলোক্যালরি= কত জুল?
উত্তরঃ ৬২,৭০০

৫) কোনটি পরিপাকতন্ত্রে অংশ নয়?
উত্তরঃ বৃক্ক

৬) পাকস্থলীর বৈশিষ্ট্য –
উত্তরঃ প্রাচীর পুরু ও পেশিবহুল

৭) লাল রসের এনজাইমের নাম কী?
উত্তরঃ টায়ালিন

৮) কোনটি মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি?
উত্তরঃ যকৃত

৯) মানুষের ছেদন দাঁত মোট কয়টি?
উত্তরঃ ৪

১০) জুলিয়ার BMI কত?
উত্তরঃ ১৬.৩৩

১১) উদ্ভিদের মাইক্রো উপাদান কয়টি?
উত্তরঃ ৬

১২) কয়টি অজৈব উপাদান উদ্ভিদের জন্য বেশি প্রয়োজন?
উত্তরঃ ১০

১৩) নিচের কোনটি ম্যাক্রোমৌল?
উত্তরঃ ফসফরাস

১৪) ম্যাক্রো মৌল কোনগুলো?
উত্তরঃ N.Ca.S.O

১৫) নিচের কোনটি উদ্ভিদ পানি থেকে গ্রহন করে?
উত্তরঃ হাইড্রোজেন

১৬) শ্বসন প্রক্রিয়ার সাহায্য করে কোনটি?
উত্তরঃ ম্যাগনেসিয়াম

১৭)ইউরিয়া সারে কোন পুষ্টি উপাদান বিদ্যমান?
উত্তরঃ নাইট্রোজেন

১৮) উদ্ভিদের কোন অংশে আমিষ বেশি থাকে?
উত্তরঃ বীজ

১৯) কোনটি উদ্ভিদে পানি পরিশোষণে সাহায্য করে?
উত্তরঃ পটাসিয়াম

২০)অ্যামাইনো এসিড সংশ্লেষণে কোনটি দরকার?
উত্তরঃ দস্তা

২১) কোষে পানির সমতা রক্ষ করে কোন খাদ্য উৎপাদনটি?
উত্তরঃ সালফার

২২) নিচের কোনটির অভাবে উদ্ভিদ হঠাৎ নেতিয়ে পড়ে?
উত্তরঃ ক্যালসিয়াম

২৩) কোনটির অভাবে পাতায় লাল ও বেগুনি দাগ দেখা যায়?
উত্তরঃ সালফার

২৪) কোনটির অভাবে বিকৃত পাতার সৃষ্টি হয়?
উত্তরঃ বোরন

২৫) কোন খাদ্য উপাদনটি বিভিন্ন জৈবিক কাজে অংশ নেয়?
উত্তরঃ খনিজ লবণ

২৬) কোনটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে?
উত্তরঃ ভিটামিন

২৭) সব চেয়ে বেশি আমিষ আছে কোনটিতে?
উত্তরঃ মুরগি

২৮) কোনটিতে নাইট্রোজেন রেয়েছে?
উত্তরঃ আমিষ

২৯) উৎস অনুযায়ী আমিষ কত প্রকার?
উত্তরঃ ২

৩০) ক্যালসিয়ামের প্রধান উৎস নিচের কোনটি?
উত্তরঃ লাল শাক

About Post Author

Related posts