এস.এস.সি পরীক্ষা ২০২১ জীববিজ্ঞান MCQ মডেল ৪
১) কোন পযার্য়ের শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়?
উত্তরঃ মেটাফেজ
২) জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজনের কারণে?
উত্তরঃ মিয়োসিস
৩) স্পিন্ডল যন্ত্র কী দ্বারা তৈরি হয়?
উত্তরঃ তন্তুুময় প্রোটিন
৪) কোন উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার অপেক্ষাকৃত বেশি?
উত্তরঃ জলজ
৫) কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিচে শ্বসনের হার কমে যায়?
উত্তরঃ ২০°সে
৬) শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কোনটি?
উত্তরঃ ২০°-৪৫°
৭) কোনটিকে জৈব মুদ্রা বলা হয়?
উত্তরঃ ATP
৮) অবাত শ্বসনের ধাপ কয়টি?
উত্তরঃ ২
৯) সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রথমে কী উৎপন্ন হয়?
উত্তরঃ ATP
১০) ক্যালভিন কত সালে নোবেল পুরষ্কার লাভ করেন?
উত্তরঃ ১৯৬১
১১) কত সালে হ্যাচ ও স্ল্যাক চক্র আবিষ্কৃত হয়?
উত্তরঃ ১৯৬৬
১২) আলোক নিভর পযার্য়ের কোন শক্তি কোন শক্তিতে রুপান্তরিত হয়?
উত্তরঃ সৌর শক্তি রাসায়নিক শক্তিতে
১৩) আলোক শক্তিতে রাসায়নিক শক্তিতে রুপান্তরিত করে কোন অঙ্গাণু?
উত্তরঃ প্লাস্টিড
১৪) কোনটির উপস্থিতিতে সালোকসংশ্লেষ ব্যাঘাত ঘটে?
উত্তরঃ মিথেন
১৫) নিচের কোনটি সালোকসংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক?
উত্তরঃ পটাসিয়াম
১৬) সালোকসংশ্লেষণের পটাসিয়াম কী হিসাবে কাজ করে?
উত্তরঃ অনুঘটক
১৭) ক্লোরোফিলের প্রধান উপাদান কোনটি?
উত্তরঃ নাইট্রোজেন
১৮) উদ্ভিদের কোন অঙ্গে শ্বসন ক্রিয়ার হার বেশি?
উত্তরঃ বধিষ্ঞু অঞ্চলে
১৯) পাইরুভিক এসিড কয় কাবন বিশিষ্ট?
উত্তরঃ তিন
২০) অবাত শ্বসন কোনটির অনুপস্থিতিতে হয়?
উত্তরঃ অক্সিজেন
২১)অবাত শ্বসন কোন ধরনের জীবে দেখা যায়?
উত্তরঃ ব্যাকটেরিয়া
২২) গ্লুকোজ জারনের ফলে সৃষ্ট পদার্থ হলো-
উত্তরঃ পাইরুভিক এসিড
২৩) অবাত শ্বসন কেষের কোথায় ঘটে?
উত্তরঃ সাইটোপ্লাজমে
২৪) স্যার হ্যানস ক্রেবস কী ছিলেন?
উত্তরঃ প্রাণরসায়নবিদ
২৫) ইস্টের কোন প্রক্রিয়ার ফলে রুটি ফাঁপা হয়?
উত্তরঃ অবাত শ্বসন
২৬) শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি?
উত্তরঃ অজৈব লবণ
২৭) শ্বসনের তাপ নিগমন পরীক্ষায় অঙ্কুরিত ছোলাকে কোন দ্রবনে ডোবানো হয়?
উত্তরঃ মারকিউরিক ক্লোরাইড
২৮) শ্বসনের সময় অক্সিজেন কোন প্রক্রিয়ায় ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে?
উত্তরঃ ব্যাপন
২৯) শ্বসনের সময় জীবদেহে বতমান স্তিতি শক্তি কী রুপে উদ্ভুত হয়?
উত্তরঃ তাপরুপে
৩০) অবাত শ্বসন পাইরুভিক এসিড জারিত হয়ে কী উৎপন্ন হয়?
উত্তরঃ ইথানল