মা ছাড়া জীবন বেদনা
সেই মায়ের সাথে উচ্চস্বরে
কথা বলো না,
যেই মা তোমাকে
কথা বলা শিখিয়েছে ।
_____ হযরত আলী (রাঃ)।
মাঝে মাঝে মনে হয়,
আমিও একদিন মা ডেকেছিলাম,
মায়ের কোলে মাথা রেখে দুচোখ বুঝে ছিলাম।
মা”য়ের হাতে একমুঠো ভাত খেয়েছিলাম।
মায়ের সাথের খুনসুটি করে রাগ করেছিলাম,
যেনো মা এসে রাগ ভাঙ্গিয়ে একটু আদর করে।
হে মাঝে মাঝে মনে হয় আমিও মা ডেকেছিলাম তবে
কেমন যেন সব এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম মনে হয়
কেনো জানি মনে হয় আমার মা এক সুন্দর স্বপ্ন ছিলো
যা কখনোই বাস্তব ছিলো না।
(আর কেও কি এইরকম অনুভব করো?)
একদিন বলেছিলে মা,
কিভাবে অন্ধকার কবরে থাকবে তুমি।
তোমার অনেক ভয় করে।
মা আমি যে অনেক অসহায় আজ,রাতে আমার ঘুম হয় না এই ভেবে,কেমন আছো অন্ধকার কবরে তুমি?
মা যে আমার হারিয়ে গেছে
দূর আকাশের তারায়,
এতো খুঁজি তবু কেনো
পাইনা মাগো তোমায়।
আসবে বলে সেই যে গেলে
আসলে না কেনো আর,
পথ চেয়ে যে বসে থাকি
দিনরাত্রি তোমার।
আসবে মাগো ফিরে তুমি
জানি আমি জানি,
আমায় ছাড়া কোনোদিনও কি
থেকেছিলে মা তুমি।
একদিন দু’দিন একমাস দু’মাস
গেলোতো বছরখানিক,
নিষ্ঠুর তুমি ফাঁকিবাজি তুমি
তোমার সাথে আড়ি।
মা আজ ইচ্ছে হয়
তোমায় আবার মা বলে ডাকতে,
কিছুক্ষন তোমার কুলে
চোখ বুজে থাকতে ৷
মা আজ আবার ইচ্ছে হয়
তোমার সাথে সেইরকম দুষ্টামি করতে,
যে দুষ্টামিতে তুমি হেসে হেসে
বকে আমায় দিতে ৷
মা ভিষন ইচ্ছে হয়
তোমায় একটু মন ভরে দেখতে
চিৎকার করে কেঁদে মা গো
জরিয়ে তোমায় ধরতে ৷
তুমি তো মা চলে গেছো
তোমার ঠিকানায়,
বুজলে না মা তুমি ছাড়া
আজ আমি কত অসহায়৷