করোনা ঈদ মোবারক স্ট্যাটাস, করোনায় ঈদের শুভেচ্ছা বাণী ২০২১, koronay eider shuvecha bani 2021
করোনায় ঈদের শুভেচ্ছা বার্তা পাঠানো। আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর পোস্ট করোনায় ঈদের শুভেচ্ছা মেসেজ শেয়ার করলাম।
করোনা মোর ধোরোনা
আনন্দ করবো, ফুর্তি করবো
সবাইকে ঈদ মুবারক জানাব
ঈদের প্রান ডালা অভিনন্দন
“আর পড়ুনঃ” করোনার বাণী (বাংলায় ঈদের শুভেচ্ছা মেসেজ)
সারা দেশে চলছে করোন ভাইরাস। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
ঈদ মানে এই করোনায় হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি।
ঈদ মোবারক
“আর পড়ুনঃ” কুরবানি ঈদের ছন্দ এসএমএম (SMS) মেসেজ
আপনি ও আপনার পরিবারকে করোনা বিধি মেনে
ডিজিট্যাল যুগে এস এম এসের মাধ্যমে
ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
“আর পড়ুনঃ” কষ্টের একা থাকার পিক, পিকচার, ফটো, ছবি ডাউনলোড
ইসলাম ধর্মালম্বী সকল ভাই বন্ধু আত্মীয়দের
কোরোনাকালে দুর থেকে সকলকে জানায়
ঈদের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।
“আর পড়ুনঃ” P অক্ষরের পিকচার, ছবি, পিক, ফটো, ওয়ালপেপার
খোকা ঘুমালো, পাড়া জুড়ালো
করোনা এল দেশে।
করোনার ভয়ে আমরা সবাই
বাড়িতে আছি বসে।
চাল নেই, ডাল নেই,
নেই তরি তরকারি।
ধনি গরীব একসাথে আজ,
হয়েছি যে ভিখারী।
“আর পড়ুনঃ” ফেসবুকে এসএমএস স্ট্যাটাস বার্তা মেসেজ করোনা ভাইরাস নিয়ে
নিজে মাস্ক পরি
অপরকে পড়তে বলি
দূরত্ব বজায় রেখে চলি
এবং এস এম এস এর
মাধ্যমে সবাইকে জানি
পবিত্র ঈদ এর শুভেচ্ছা
করোনা ঈদ মোবারক স্ট্যাটাস (ঈদের শুভেচ্ছা বাণী)
“আর পড়ুনঃ” জন্মদিনের শুভেচ্ছা এসএমএস কালেকশন 2021
তুমি হাসি খুশী থেকো
যেমন হাসি থাকে ফুলে,
এই করোনাতে সব দুঃখ যাক তোমায় ভুলে,
দুহাত উড়ায় আজ আকাশে
হয়ে যাও আজ পাখি
আজ হলো তোমার খুশীর ঈদ
করোনা ঈদ মোবারক স্ট্যাটাস
“আর পড়ুনঃ” ২ টাকায় ২৫ এসএমএস জিপি
সুনামির মতো বিধ্বংসী আলোড়ন তুলে
করোনা এসেছে বিশ্বজুড়ে
কোভিডে ১৯ কাঁপছে আজ সারা পৃথিবী
কাঁপছে আমেরিকা, কাঁপছে লাতিন আমেরিকা
কাঁপছে আফ্রিকা, কাঁপছে এশিয়া
ভারত কাঁপছে, কাঁপছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ
তাই সকলে sms এর মাধ্যমে জানাই
ঈদ মোবারক
“আর পড়ুনঃ” GF এর রাগ ভাঙ্গানো মেসেজ sms এসএমএস পোস্ট
ছোটরা নাও ভালোবাসা
বড়োরা নাও সালাম।
খুশীর ঈদে সবাই মিলে
করোনা বিধি রেওয়াজ মেনে
পড়বো নামাজ করবো ইবাদত
আল্লাতালা করোনা রোগ হয় যেন রোধ।
সকলকে জানায় ঈদ মোবারক।
“আর পড়ুনঃ” কুরবানি ঈদের sms, কুরবানি ঈদের এসএমএস ২০২১
এই এসএমএস, যার কাছে যাবি,
যাকে পাবি, তাকেই আমার সালাম দিবি,
লাল গোলাপের ভালোবাসা দিয়ে করোনার শতর্কতা জানাবি,
আর মিষ্টি করে বলবি eidul-azha eid mobarak