অগ্রিম ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস (Eid SMS 2021)

অগ্রিম ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস

অগ্রিম ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস

ঈদের শুভেচ্ছা এসএমএস এবং সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।
শুরু করছি ঈদ উল আযহার নতুন কিছু ছন্দ মেসেজ পোস্ট, দুরে কিংবা কাছে সকল মুসলমান প্রবাসীদের জন্য ঈদের এসএমএস মেসেজ।
ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধবসহ প্রতিবেশিদের সাথে ভাগাভাগি করে নেই ঈদের আনন্দ।
মুসলিম বিশ্ব করোনা মহামারীর কারণে জগতের মানুষদের সাথেও শুভেচ্ছা বিনিময়ের করতে পারি এস এম এম এর মাধ্যমে। সেরা কিছু কুরবানী, কোরবানির শুভেচ্ছা মেসেজ শেয়ার করলাম। ফেসবুকের সকলে পোস্ট করবেন।

অগ্রিম কোরবানি ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২১ [Ogrim Qurbanir Eider Wish Bangla SMS 2021]

চাঁদ মামার উঁকি দেখে
কচি-কাচারা বলবে মাকে
আসছে শুভদিন
নতুন সাজে সাজব আমরা
নাচব তা-ধিন-ধিন
এলোরে এলো খুশির দিন।
সকলকে ঈদ মোবারক।

“আর পড়ুনঃ” ঈদের শুভেচ্ছা ২০২১ এসএমএস/ পিকচার/ Eid SMS & Picture 2021

বাবা তুমি কেমন আছো
যেখানে আছো ভালো থেকো
আমার থেকে সালাম নিয়ো
আজকে খুশির দিন।
ঈদ মোবারক বাবা।

“আর পড়ুনঃ” কুরবানি ঈদের ফানি মেসেজ

আজ আমার প্রাণের খুশিতে
জ্বেলে যায় প্রদীপ শিখাতে
হাজার তারার মাঝে আলো
এলোরে এলোরে ঈদ বুঝি এলো।
সকলকে ঈদ মোবারক।

বাঁকা চাঁদের হাসিতে দাওয়াত দিলাম আসিতে,
আসবে কিনা বাড়িতে? খেতে দেবো হাড়িতে
আসতে যদি নাও পারো,
ঈদের দাওয়াত গ্রহন করো
।ঈদ মোবারাক।

“আর পড়ুনঃ” ২ টাকার গ্রামীন এস এম এস কেনার কোড নাম্বার ২০২১

কোরোনাকো কখনো ভুল
দীনের কাজে হও তুমি মশগুল
নামাজে শরিক হও
আল্লাতালার স্মরণ লও।
সকলকে ঈদের শুভেচ্ছা।

“আর পড়ুনঃ” করোনা ঈদ মোবারক স্ট্যাটাস (ঈদের শুভেচ্ছা বাণী)

রং লেগেছে মনে, মধুর এই ক্ষনে,
তোমায় আমি রাঙিয়ে দিবো ইদের এই দিনে।
ঈদ মোবারাক

“আর পড়ুনঃ” ঈদের মজার মজার sms

ঈদের এই খুশীর দিনে, তোমায় পড়ে মনে,
তুমি কাছে এলে দুঃখ যাই সব ভুলে,
তুমি দূরে গেলে কষ্ট গুলো বাড়ে,
তাইতো তোমায় রেখেছি আমার মনের একটি কোনে।
ঈদ মোবারাক

অগ্রিম ঈদ উল আযহা /অগ্রিম কুরবানী ঈদের বাংলা এসএমএস [Ogrim Eid Ul Adha SMS 2021]

হে তুমি আল্লার বান্দা
মিছে করো কেন ধান্দা
পড়োনা তুমি সময়ের ফাঁন্দে
নামাজ রোজা রেখো ছন্দে
জীবন তবে কাটবে আনন্দে।
সকলকে ঈদের শুভেচ্ছা।

“আর পড়ুনঃ” F অক্ষরের পিকচার, ছবি, পিক, ফটো, ওয়ালপেপার ডাউনলোড

অগ্রিম ইদের দাওয়াত দিলাম বন্ধু, আসবে আমার বাড়ি,
অনেক কথা জমে আছে, বলবো তোমায় আমি,
না আসলে তোমার সাথে বলবো না আর কথা,
কোন দিন পাবে না তুমি আমার দেখা।

ঈদের হাওয়া লাগুক প্রানে,
মন ভরে যাক নতুন গানে ,
ঘুম ঘুম চোখে স্বপ্নিল চাওয়া,
ঈদে হোক সবকিছু পাওয়া।
ঈদ মোবারাক

“আর পড়ুনঃ” একলা জীবন প্রোফাইল পিকচার, ছবি, ফটো, পিক ডাউনলোড

পড়েছে আজ চাঁদের নজর,
তাইতো পেলাম ঈদের খবর,
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,
সবাই পেলো ঈদের বাতাস,
সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারাক

দিন হোক সবার শুভ
কাটুক সময় আনন্দে
খুশির ঈদ এলোরে আজ
পড়েছি তাই নতুন সাজ
সিমুই খেয়ে মিষ্টি মুখে
ঈদের শুভেচ্ছা নাও হাসি মুখে।
সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।

“আর পড়ুনঃ” Jodi Arek Jonom Ami Paigo Gp Welcome Tune Code

হাসান, হোসেন মিলে কয়
মা ফতেমা দেখবি আয়
উঠেছে আজ গগনে চাঁদ
পবিত্র ঈদ ফজর বাদ।
সকলকে ঈদ মোবারক।

ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন।
তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ।
বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে।
ঈদ মোবারক , শুভ হোক তোমার ঈদের দিন।

দিনে গরম রাতে শীত সামনে আসছে কুরবানি ঈদ,
সাদা রুটি মাংসের ঝোল, খেতে তোমরা করোনা ভুল।
ঈদে থাকব হাসি খুশি তোমাকে চাই পাশাপাশি।

“আর পড়ুনঃ” “হিমায়ন পদ্ধতিতে ফিটিংস এর গুরুত্ব অপরিসীম” -উক্তিটি ব্যাখ্যা কর?

সোনালি সকাল, রোদেলা দুপুর,
পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত।
সব রঙ্গে রাঙ্গিয়ে থাক
আপনার সারাটি বছর, সারাটি জীবন।

অগ্রিম কোরবানী ঈদের নতুন ছন্দ, এস এম এস, মেসেজ, স্ট্যাটাস, কবিতা, বাণী, বার্তা

চাঁদ হাসে সূর্য হাসে
হাসে আকাশ বাতাস
ফুলের সুবাসে উঠগো ভোরে
চল ঈদ মানায় আজ আমরা সকলের তরে।
সকলকে ঈদ মোবারক।

হাঁসের ডিম মুরগির ডিম
“দেখা হবে ঈদের দিন”
ঈদ মানে আনন্দ ‘ঈদ মানে খুশি’
ঈদের দাওয়াত না দিলে
মারবো একটা ঘুষি!
ঈদ মোবারক

“আর পড়ুনঃ” কীর্তিমানের মৃত্যু নেই, বা মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়? (ভাব সম্প্রসারণ)

মন চাইছে কারো সাথে কথা বলি।
মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।
ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি

কচি কাচাদের সাথে আনন্দ
দুঃখ ভুলে বুক জড়ানো
ক্ষীর সিমুই আর মিষ্টি খাওয়ানো
দান ধ্যান করে কাটানো
রমজান শেষে ঈদ মানানো।
সকলকে ঈদ মোবারক।

আকাশে আজ তারাদের মেলা
পেখম উড়ে চলেছে সাদা মেঘের ভেলা।
লুকোচুরি খেলছে দেখ চাঁদ
শুভ ঈদের দিন এলো বুঝি আজ।
সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।

“আর পড়ুনঃ” এরিয়া কোড বা ঢাকা জেলার পোস্ট কোড

নতুন সকাল নতুন দিন।
শুভ হোক ঈদের দিন।
নতুন রাত বাকা চাঁদ।
রঙ্গীন হোক ঈদের রাত।

ময়না তোতারে ডাকিয়া কয়
ঈদের চাঁদ দেখবি আয়।
ক্ষীর সিমুই আর পিঠে পুলি
মুখে কও মিষ্টি মধুর বুলি।
সকলের তরে সকলে হও
ঈদের শুভেচ্ছা তোমরা নাও।
ঈদ মোবারক।

আয়রে তোরা দেখবি যদি আয়
খুশীর আনন্দে মিলবি যদি আয়
এসেছে ঈদ চলো যায় মসজিদে
পড়ি গিয়ে সবাই মিলে
ঈদের নামাজ।
সকলকে ঈদ মোবারক।

“আর পড়ুনঃ” শিমুল মূল খাওয়ার সঠিক নিয়ম, উপকারিতা ও গুনাগুন

এখানে ঈদ মানে শুন্যতা, ঈদ মানে না পাওয়ার কষ্ট। পবিবার পরিজন ছাড়া ঈদ যে
কত কষ্ট তা একমাত্র প্রবাসীরাই বুঝে। সকাল হলেই ঈদ এখনো আছি ডিউটিতে। শেষ
রাতে ঘোসল সেরে সন্ধ্যা রাতের বাশী বাত এর বাশি তরকারী খেয়ে ঈদের নামাজে
যাওয়ার প্রস্তুতি। পুর্বাকাশে সুর্য মামার দেখা পাওয়ার সাথে সাথেই শেষ হয়ে
যায় ঈদের নামাজ । এর মাঝে আসতে শুরু করবে দেশ থেকে আপনজনদের মিসকল আর খুদে
বার্তা। অগ্রিম ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস

Ogrim Eid Bangla SMS 2021, Eid Ul Azha / Kurbanir Eid / Ogrim Shuveccha

Bolchi ami amaar kotha,
Eide thakbe nako moner betha,
Aamar jibone onek chawa,
EID theke shob pawa,
Eider proty tai etto valobasa.

Ful Subas Dey, Dristy Mon Churi Koray, Khusi Amader Hasay, Dukkho Amader Kaday, Ar Amar Ei Sms Tomake Eider Suveccha Janay “EID MUBARAK”

Ai sms, jar kache jabi, jake pabi, takei amar salam dibi, lal golaper valobasha diye Eider dawat janabi, Ar Misty Kore bolbi >>Eid Mubarak<<

Koster arale sukher hasi, prot ta jibonkei ami valobashi, Tai protita jiboner protita somoy suvo hok, Sobaike janai Eid Mubarak

“আর পড়ুনঃ” শতমূলী খাওয়ার নিয়ম ও গুণাগুণ জানার উপায়

Suvecha rashi rashi
Goru na Khasi?
Tikka na Jal fry?
Rtv na Channel- i?
Ralax na busy ? Djuice na Eassy?
Sari na Shirt?
Wishing from my heart-
“EID MUBARAK”

Chad utheche full futeche, dekhbi K K ay,
Notun chader alo eshe, porlo sobar gay.
Eid Mobaraok

“আর পড়ুনঃ” ঈদুল আযহা স্ট্যাটাস, ঈদের শুভেচ্ছা ২০২১

Akas maty k bolche
Shurjo prithiby k bolche
Chand taraa k bolche
R Aami tomakei bolchi
“Eid Mubarak”

Meghla akas Meghla den
Eder baki ek din
Ashbe shobar khusir din
Kaapor chopor kinee nin
Goriv dukhir khobor niin
Dawat roylo eder din.

About Post Author

Related posts