মাড়িতে মাছের কাটা আটকে গেলে বের করার উপায়/ সমাধান, করনীয়/ macher kata ber korar upay
কলাঃ গলায় বা মাড়িতে কাটাঁ আটকে গেলে কলা খাবেন তবে চিবিয়ে না খাবেন না তার পর
মুঠো করে সাদা ভাত গিলুন: মুঠো করে সাদা ভাত গিলতে পারলে মাছের কাঁটা
পাকস্থলী ক্ষেত্রে চলে যায়। তবে সাবধান শিশু বাচ্চাকে কখনোই মুঠো করে সাদা ভাত গিলতে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না।
“আর পড়ুনঃ” গলাব্যথা হলে করোনা ভাইরাসের এই সময়ে তাহলে কি করবেন ঔষধের নাম
লেবুর রস খান: লেবুর রসে প্রচুর পরিমাণ সাইট্রিক এসিড থাকে যার ফলে সেই রস পান করলে সাইট্রিক এসিড এর সমন্বয় পিচ্ছিল ভাব
গলায় অনুভূত হবে এবং মাছের কাঁটা তাৎক্ষণিকভাবে ভেতরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
“আর পড়ুনঃ” V.R,P.V,C.TRS,CTS,VIR,MS,LS এর পূর্ণ নাম লেখ?
কোকাকোলা পান করুন: আপনারা জানেন যে কোকাকোলা নষ্ট তালা খুলতে ব্যবহার করা হয়।
কিন্তু গলায় মাছের কাঁটা আটকে গেলে কোকাকোলা পান করলে সমপরিমাণ তার সার্থকতা পাওয়া যায়।
“আর পড়ুনঃ” মেয়েদের পচানোর এস এম এস উক্তি, pochano sms