SA & T act এর ১৪৩ ধারামতে করনিক ভুল সংশোধনের জন্য আবেদন।
বরাবর,
সহকারী কমিশনার (ভূমি)
কাজিপুর, সিরাজগঞ্জ।
বিষয়ঃ SA & T act এর ১৪৩ ধারামতে করনিক ভুল সংশোধনের জন্য আবেদন।
“আর পড়ুনঃ” ছেলেদের ইমোশনাল কষ্টের পিক, ছবি, পিকচার, ফটো
দরখাস্তকারীঃ
মোঃ লোকমান হোসেন
পিং সুজাবত আলী
সাং পশ্চিম খুকশিয়া
কাজিপুর, সিরাজগঞ্জ।
“আর পড়ুনঃ” শাড়ি পড়ে স্টাইল করে ছবি ওঠার পিকচার, ফটো, পিক
মহোদয়,
সবিনয় নিবেদন এই য়ে, কাজিপুর উপজেলার জেএল নং ২১ খুকশিয়া মৌজার আরএস ২৫০ নং
দাগের ০.৭৬ একর জমি আরএস ৪১, ৪৫, ১৭৫, ও ৩৬১ নং খতিয়ানভুক্ত। কিন্তু অন্যান্য খতিয়ানে ২৫০ নং
দাগটি সঠিকভাবে উল্লেখ থাকতে আরএস ৩৬১ নং খতিয়ানে ২৫০ নং দাগের পরিবর্তে ২৫২ নং দাগ ছাপা
হয়েছে। যা একটি করণিকভুল। উক্ত ভুলের কারনে আমরা নামজারি ও ভূমি উন্নয়ন কর দিতে পারছিনা এবং
যার কারনে আমাদের বহুবিধ সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে। বিধায় মুদ্রনজনিত ক্রটি হওয়ায় খুকশিয়া মৌজার
আরএস ৩৬১ নং খতিয়ানের ২৫২ নং দাগের পরিবর্তে ২৫০ নং দাগ লিখে করণিক ভুল সংশোধন হওয়া
একান্ত আবশ্যক।
অতএব, মহোদয়ের নিকট সবিনয় প্রার্থনা SA & T act এর ১৪৩ ধারামতে খুকশিয়া/২১ মৌজার
আরএস ৩৬১ নং খতিয়ানে ২৫২ নং দাগের পরিবর্তে ২৫০ নং লিখে করণিক ভুল সংশোধন করতে সদয়
মর্জি হয়।
নিবেদক
সংযুক্তিঃ
(মোঃ লোকমান হোসেন)
পিং সজাবত আলী
সাং পশ্চিশ খুকশিয়া
কাজিপুর, সিরাজগঞ্জ।
ট্যাগঃ খতিয়ানের করণিক ভুল সংশোধন আবেদন ফরমের নমুনা,খতিয়ান সংশোধন আবেদন ফরম, খতিয়ান সংশোধন আবেদন ফরম