বিরহের কিছু কষ্টের কথা (biroher kichu koster kotha)
ভালবাসার।
মানুষ গুল বুঝতে পারেনা যে আসলে সে হাজার ভিড়ে ও যেমন একা;
একাকিত্ত এ ও একা।
কারন: রাগ এবং অবহেলা তাকে একা করে দেয়।
ধংসের মুখে ঠেলে দেয়।
যে মানুষ হাজার কষ্টের মাঝেওতার প্রিয় মানুষ টিকে মনে রাখেসে সত্যিকার অর্থে ঐ প্রিয় মানুষটিকে ভালবাসেসে তাকে কখনো ভুলতে পারে না
“আর পড়ুনঃ” কষ্টের জীবন নিয়ে কিছু কথা, নিজের কিছু কষ্টের কথা
ভালোবাসার মানুষটিই বুঝে যে
ভালোবাসার মানুষটিকে ছাড়া যে কত
কষ্ট,
অন্যরা সবাই হাসি তামাশা করতে জানে।
তবে তারাও এক সময় বুঝতে পারে,
যখন তারাও ভালোবাসতে শিখে।
জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না,
কারন অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়
“আর পড়ুনঃ” ছেলেদের ইমোশনাল কষ্টের পিক, ছবি, পিকচার, ফটো
কানিজ
তোমাকে ভালোবাসি,কতটা?
জানি না তো;
শুধু জানি,
কত হাজার বার ভেঙে,
গড়েছি তোমাকে,
হিসেব কষিনি তার;
বেহিসেবী ভালোবাসায়,
বেঁধেছি তোমাকে,
অস্থির নিরবতায়
তুমি কি জানো অনুভূতিহীন
জীবন কতোটা ভয়ংকর কষ্টের,
তুমি কি বোঝো?
নির্লিপ্ত চোখের আর্তনাদ।
কতোটা গভীর বেদনাদায়ক
তুমি কি টের পাও?
একাকীত্বের শীতলস্পর্শ
কতোটা ভয়াবহ যন্ত্রণার
“আর পড়ুনঃ” দুঃখ কষ্টের বাণী, কষ্টের জীবন
কত বসন্ত যে পেরিয়া গেল,
শুধু তোমার পথ পানে চেয়ে,
দু চোক টলমল নীল রং এর বেদনাতে,
তবুও আশা বাদে বাসা ,
রোজ নতুন স্বপ্ন এ বুঝি এলে তুমি।
অপেক্ষাতে তোমার
অসমাপ্ত ভালোবাসা আমার।
বিরহের কিছু কষ্টের কথা (biroher kichu koster kotha)
চোখ কাঁদলে সবাই দেখে, মন কাঁদলে কেউ দেখেনা।
বাইরের ক্ষত সবাই দেখে, ভেতরেরটা কেউ দেখেনা।
কাচঁ ভাঙ্গলে শব্দ হয়, মন ভাঙ্গলেতো হয়না।
মনের কষ্ট মনেই রয়, তাইতো কেউ বোঝেনা।
কে শুনবে কার কথা, যার মাথা তার ব্যাথা।
“আর পড়ুনঃ” মন খারাপ এর ছন্দ (mon kharap er chondo)
মানুষ তার জীবনের ভুলগুলো
তখনই বুঝতে পারে,
যখন একটা ভুলের কারনে
জীবন থেকে অনেক কিছু
হারিয়ে ফেলে।
পাখিদের নীড়ে ফেরা গোধূলি বেলায়,
মনের জানালা খুলে ভাবছি তোমায়।
সুনীল আকাশ যেন তোমার দু-চোখ,
স্বপ্নের করিডোরে ডাকছে আমায়।
এমন মধুর ক্ষণে এসো না তুমি,
তোমারই প্রতিক্ষায় রয়েছি আমি।
“আর পড়ুনঃ” ১৪ ফেব্রুয়ারি কষ্টের মেসেজ
একটা কষ্টদায়ক
জীবনের
চেয়ে মরন
হয়তো অনেক
ভালো
কিন্তু কি অদ্ভুত
বেপার!
যারা খুব
বেশি কষ্ট
পায়, তাদের কাছেই
মরন অনেক
দেরি করে ধরা দেয়
যদি রাত দুপুরে ঘুম ভাঙ্গে,
আমি পাশে নেই ভয় পাবে কি?
অচেনা শহরে অচেনা কোন মুখ দেখে
মনে পড়বে কি?
যখন তোমার নীল রাতে
পাখিরা স্বপ্ন হারায়
নতুন খামে পুরনো চিঠি তোমার ঠিকানায়।
“আর পড়ুনঃ” কষ্টের সাইরি বাংলা, পিক, ফটো, পিকচার, ছবি ডাউনলোড
যে তোমার বুকের গভীরের আকুতি, কষ্টের আর্তনাদ গুলো শুনতে পায় না।
সে তোমাকে ভালোবাসার ক্ষমতা ও রাখে না।
অবহেলা
শব্দ টা অনেক ছোট
হলেও অনেক যন্ত্রণাদায়ক
যা
সহ্য করা অনেক কষ্টদায়ক।
“আর পড়ুনঃ” ভালোবাসার কষ্টের লেখা ছবি ও ছন্দ কথা পিক ডাউনলোড
আজ চোখের আলোয় যদি
স্বপ্ন ছোয়া যেতো,
আমি দু হাত ভরে কুড়িয়ে নিতাম,
মনের কষ্ট গুলো।
যদি কখনো মেঘ হতো,
বৃষ্টির মত ঝড়িয়ে দিতাম।