আমি চাই তুমি ভালো থেকো (Koster Story)

আমি চাই তুমি ভালো থেকো

Ami Chai Tumi Valo Theko, আমি চাই তুমি ভালো থেকো

আমি চাই তোমার সাথে যাতে আর কখনো আমার দেখা না হয়।
জানো সেটা কষ্টের হলেও আমার জন্য অনেক ভালো তোমার জন্য,
আমার সাথে দেখা হলে তমি তোমার বিবেকের কাছে হেরে যাবে আমাকে ভালোবাসার নামে ছলনা করার দায়।
ভালোবাসার নামে ধোঁকা দেয়ার জন্য আমি চাইনা তুমি হেরে যাও।
তোমাকে যে ভালোবাসি কি করে চাইবো তুমি হেরে যাও,
আমি অনেক ভালো আছি তোমাকে হারানোর পরে আবার সেই ভালো থাকার হিসাব করতে যেও না।
কারণ সেখানে ও তমি হেরে যাবে কারণ আমার ভালো থাকার মাঝে আছে আমার নিঃশ্বাস বন্ধ করা ভালবাসার কান্না।

আর নিরব যন্ত্রনা থাকবে,

“আর পড়ুনঃ” বিরহের কিছু কষ্টের কথা (biroher kichu koster kotha)

তোমায় মনে করে অনেক হারানো গপ্ল আর
সীমানাহীন
মিথ্যা ভালোবাসার নামে তার জন্য বলেছি।
আমিও চাইনা তোমার সাথে আমার দেখা হোক।
তুমি তো ভালো আছো অনেক কখনো মনে ও পড়ে না আমার কথা।
তোমার জীবনে আমার জন্য জায়গা না থাকলে ও আমার জীবনের অনেকটা জুড়ে তুমি ছিলে।
ছিলে বললেও ভূল হবে, আজো ও আছো তবুও
চাই
তুমি দূরেই থাকো তবে অনেকটা ভলো থাকো।

“আর পড়ুনঃ” ছেলেদের ইমোশনাল কষ্টের পিক, ছবি, পিকচার, ফটো

 

আমি চাই তুমি ভালো থেকো

Related posts