ঠোঁট নিয়ে রোমান্টিক কবিতা (Thot Niye Romantic Kobita)

ঠোঁট নিয়ে রোমান্টিক কবিতা

Thot Niye Romantic Kobita ঠোঁট নিয়ে রোমান্টিক কবিতা

হতাশ হয়ে ফিরছি যখন
এসপ্ল্যানেড থেকে,
মেট্রো চেপে থমকে গেলাম
রূপের ছটা দেখে৷

মিষ্টি হেঁসে দাড়িয়ে ছিলে
‘বয়ফেন্ড’ এর সাথে,
ঠাঁসা ভীড়েও ফুটলো হাসি
ঠোঁটের কোণাতে৷

অসাধারন রঙের মিলন
হলদে সালোয়ার,
হৃদয় মাঝে বিঁধলে চোখের
তীক্ষ্ণ তলোয়ার৷

“আর পড়ুনঃ” মেয়েদের মুখ ঢাকা প্রোফাইল পিক, ছবি, ফটো, পিকচার

অনন্য সেই চোখের মায়ায়
করলে হৃদয় বিদ্ধ্ব,
গোলাপী সেই ঠোঁটের হাসি
করেছে বাকরূদ্ধ্ব৷

“আর পড়ুনঃ” চোখের এসএমএস, কিছু ছন্দ মেসেজ

রূপের জালে বাঁধলে হৃদয়
লাগলো গভীর চোট,
ভীড়ের মাঝেও অপরূপা
সেই গোলাপী ঠোঁট৷

Related posts