SSC কুমিল্লা বোর্ড ব্যবসায় উদ্যোগ MCQ উত্তরমালা ২০২১ – এস.এস.সি

SSC কুমিল্লা বোর্ড ব্যবসায় উদ্যোগ MCQ উত্তরমালা ২০২১ – এস.এস.সি

ব্যবসায় উদ্যোগ MCQ উত্তরমালা আজকের পরিক্ষা উদ্যোগ খুব ভালো হবে। তারপরও MCQ টিক কয়টা সঠিক হয়েছে R কয়টা ভুল হয়েছে। উদ্যোগ নৈর্ব্যক্তিক MCQ ans উত্তরপত্র অংশের সমাধান Solve উত্তর মালা ২০২১ সেট ক গ ঘ সকল বোর্ড ঢাকা,কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর,ময়মনসিংহ, মাদ্রাসা,Dhaka, Rajshahi, Comilla, Jessore, Chittagong, Barisal, Sylhet, Dinajpur, Madrasah, তোমাদের এই সংশয় দূর করতে জানার উপায় টিমের উদ্যোগে পরীক্ষার শেষে সকল বহুনির্বাচনি অভীক্ষার উত্তরমালা পাওয়া যাবে JanarUpay.com এ।

এস.এস.সি. পরীক্ষা-২০২১
ব্যবসায় উদ্যোগ
বহুনির্বাচনি অভীক্ষা
তারিখ ২৩/১১/২০২১

১)
উত্তরঃ সমবায় ব্যাংক

২)
উত্তরঃ ভোক্তা বিশ্লেষণ

৩)
উত্তরঃ নৈতিক

৪)
উত্তরঃ উৎপাদনকারী-পাইকার – খচরা বিক্রেতা – ভোক্তা

৫)
উত্তরঃ পরিকল্পনা

৬)
উত্তরঃ সময়গত উপযোগ

৭)
উত্তরঃ তথ্য সংগ্রহকরণ

৮)
উত্তরঃ মুদ্রার বিনিময়

৯) মধ্যযুগের ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাগুলো হলো-
উত্তরঃ সবগুলো হবে

১০)
উত্তরঃ সেবা

১১)
উত্তরঃ পণ্য বিনিময়ের

১২) ব্যবসায়ের সামাজিক পরিবেশগুলো হলো-
উত্তরঃ মানবসম্পদ/ সার্বভৌমত্ব

১৩)
উত্তরঃ চট্রগাম

১৪)
উত্তরঃ নির্দেশনা

১৫) জনাব আতিক হাসানের কাজের ফলে প্রতিষ্ঠানের-
উত্তরঃ লক্ষ্য অর্জন সহজতর হয়/ কর্মীদের নিয়ন্ত্রণ ও পরিচালনা সহজতর হয়

১৬)
উত্তরঃ স্বৈরতান্ত্রিক

১৭) কর্মসংস্থানের প্রধান উৎস কোনটি?
উত্তরঃ আত্মকর্মসংস্থান

১৮)
উত্তরঃ ৩

১৯)
উত্তরঃ ৩০ ভাগ

২০) বাংলাদেশের ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধাগুলো হলো-
উত্তরঃ সবগুলো হবে

২১) রাষ্ট্রীয় ব্যবসায় গঠনের উদ্দেশ্য হলো-
উত্তরঃ সব গুলো হবে

২২)
উত্তরঃ আত্মকর্মী

২৩)
উত্তরঃ দৃঢ় মনোবল ও প্রশিক্ষণ

২৪) ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বাধা
উত্তরঃ সব গুুলো হবে

২৫)
উত্তরঃ শিক্ষা মন্ত্রণালয়

২৬)
উত্তরঃ ইউরোপ ও আমেরিকা

২৭)
উত্তরঃ কোনো অংশীদার দায়িত্ব পালনের চিরতরে অসমর্থ হলে

২৮)
উত্তরঃ স্মারকলিপি নিয়মাবলি

২৯)
উত্তরঃ যৌথমূলধনী ব্যবসায়

৩০)
উত্তরঃ সরকারের পরিচালনাধীন একটি প্রতিষ্টান

About Post Author

Related posts