ব্যবসায় উদ্যোগ MCQ উত্তরমালা ২০২১ – এস.এস.সি/ SSC
ব্যবসায় উদ্যোগ MCQ উত্তরমালা আজকের পরিক্ষা উদ্যোগ খুব ভালো হবে। তারপরও MCQ টিক কয়টা সঠিক হয়েছে R কয়টা ভুল হয়েছে। উদ্যোগ নৈর্ব্যক্তিক MCQ ans উত্তরপত্র অংশের সমাধান Solve উত্তর মালা ২০২১ সেট ক খ গ ঘ সকল বোর্ড ঢাকা,কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর,ময়মনসিংহ, মাদ্রাসা,Dhaka, Rajshahi, Comilla, Jessore, Chittagong, Barisal, Sylhet, Dinajpur, Madrasah, তোমাদের এই সংশয় দূর করতে জানার উপায় টিমের উদ্যোগে পরীক্ষার শেষে সকল বহুনির্বাচনি অভীক্ষার উত্তরমালা পাওয়া যাবে JanarUpay.com এ।
এস.এস.সি. পরীক্ষা-২০২১
ব্যবসায় উদ্যোগ
বহুনির্বাচনি অভীক্ষা
তারিখ ২৩/১১/২০২১
“আর পড়ুনঃ” অর্থনীতি MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২১
১) মুনাফা অর্জন ব্যবসায় উদ্যোগের কোন ধরনের উদ্দেশ্য?
উত্তরঃ প্রধান
“আর পড়ুনঃ” SSC কুমিল্লা বোর্ড ব্যবসায় উদ্যোগ MCQ উত্তরমালা ২০২১ – এস.এস.সি
২) মানবসম্পদ উপাদানটি কোন ব্যবসায় পরিশের অন্তর্ভুক্ত?
উত্তরঃ সামাজিক
৩) কর্মসংস্থানকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ তিন
৪) মালিকানা সংক্রান্ত বাধা দুর করে বাণিজ্যের কোন উপাদান?
উত্তরঃ পণ্য বিনিময়
৫) ব্যবসায় উদ্যেগ গড়ে উঠার অনুকূল পরিবেশ হচ্ছে-
উত্তরঃ সব গুলো হবে
৬) ব্যবসায়টি বাছাইয়ের জন্য রহিম মিয়া যে বিষয় বিবেচনা করবেন-
উত্তরঃ সব গুলো হবে
“আর পড়ুনঃ” পৌরনীতি ও নাগরিকতা MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২১
৭) রহিম মিয়া দোকান নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়ের উপর অধিক গুরুত্ব দিবেন-
উত্তরঃ সঠিক প্রযুক্তিগত পরিবেশ
৮) বাংলাদেশ ইনস্টিউট অব মেনেজমেন্ট কোন মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান?
উত্তরঃ শিল্প
৯) বিশ্বের সর্বপ্রথম সমবায় সমিতি রচডেল সমিতি কোন সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮৪৪
১০) মিসেস তাছলিমার ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায় সংগঠন?
উত্তরঃ যৌথ মূলধনী ব্যবসায়
১১) কার্যের ক্ষেত্রে মিসেস তাছলিমার প্রতিষ্ঠানটি যে বৈশিষ্ঠের দাবি রাখে-
উত্তরঃ সবগুলো হবে
১২) চুক্তির মাধামে কোন ব্যবসায় গঠিত হয়?
উত্তরঃ অংশীদারি ব্যবসায়
১৩) চুক্তির মাধ্যমে কোন ব্যবসায় গঠিত হয়?
উত্তরঃ অংশীদারি ব্যবসায়
ব্যবসায় উদ্যোগ MCQ উত্তরমালা ২০২১ – এস.এস.সি/ SSC
১৪) জীবন বিমা কর্পোরেশন এর নিয়ন্ত্রকারী মন্ত্রণালয়ের নাম কী?
উত্তরঃ অর্থ
১৫) আহমেদ সাহেবের সংগঠনটি নিবন্ধন সংগ্রহ পর্যায় কততম পর্যায় সম্পন্ন হয়?
উত্তরঃ তিন
১৬) আহমেদ সাহেব কোন পর্য়ায়ে তার ব্যবয়ের কার্যক্রম শুরু করতে পারেন?
উত্তরঃ নিবদ্ধনপত্র সংগ্রহ
১৭) কোম্পানি গঠনের কার্যারম্ভ পর্যায়ে যেসব দলিলপত্র প্রয়োজন হয় তা হল-
উত্তরঃ নিবন্ধক কর্তৃক দলিলের আবেদন প্রত্র/ জন সাধারণের নিকট শেয়ার বিক্রয়ের ঘোষণা পত্র
১৮) নিচের কোনটি ব্যবসায় উদ্যোক্তার প্রধান গুণ?
উত্তরঃ সাংগঠনিক ক্ষমতা
১৯) ব্যবসায় পরিবশের কোন উপাদানটি সামাজিক পরিবেশের অন্তর্ভূক্ত?
উত্তরঃ ভোক্তাদের মনোভাব
২০) আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কোনটি?
উত্তরঃ নিজের লক্ষতা
২১) একজন আদর্শ নেতার গুনাবলি-
উত্তরঃ সবগুলো হবে
২২) স্পট বিজ্ঞাপন মাধ্যমের অন্তর্ভুক্ত?
উত্তরঃ রেডিন্ড
২৩) সুন্দর হাসি আদর্শ বিক্রমকর্মীর কোন গুণের অন্তর্ভুক্ত?
উত্তরঃ শারীরিক
২৪) মুক্ত নেতৃত্বে
উত্তরঃ কর্মীদের জবাজদিহীত আদায় করা হয় না/কর্মীদের উপর সুনিদিষ্ট আদেশ দেওয়া হয় না
২৫) পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলিকে কী বলে?
উত্তরঃ ব্যবস্থাপনা
২৬) ব্যবস্থাপনা হলো-
উত্তরঃ সবগুলো হবে
২৭) ব্যবসায়ে অর্থায়নের উৎস নয় কোনটি?
উত্তরঃ মধ্যস্থ ব্যবসায়ী
২৮) গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
উত্তরঃ সময়গত
২৯) একতাই বল নীতির ভিত্তিতে কো ব্যবসায়ের উৎপত্তি হয়েছে?
উত্তরঃ সমবায় সমিতি
৩০) বিপণের কোন কার্যাবলিতে পণ্যের গুনাগুণ বজায় থাকে?
উত্তরঃ মোড়কিকরণ