অ্যাডাম স্মিথ প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটির সমালোচনা কর।
উত্তর : অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ অর্থনীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে, “অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ অনুসন্ধান করে।” তাঁর এ সংজ্ঞায় বেশ কিছু দুর্বল দিক রয়েছে। তিনি তাঁর সংজ্ঞায় অনেকগুলো বিষয় উল্লেখ করেননি। অসীম অভাবকে সীমিত সম্পদ দিয়ে মেটানোর উপায়, সম্পদ যোগাড়ের পন্থা ইত্যাদি বিষয়ে তিনি সংজ্ঞায় কোনো সমাধান দেননি। তিনি কেবল সম্পদের উপরই অধিক জোর দিয়েছেন। অর্থনীতির অনেক গুরুত্বপূর্ণ বিষয় সংজ্ঞায় না আসায় অ্যাডাম স্মিথের সংজ্ঞাটি দুর্বল হিসেবে বিবেচিত।