মানুষ দেওয়া-নেওয়ার বিকল্প বেছে নেয় কীভাবে?
উত্তর:পছন্দমতো একটি জিনিস পেতে গিয়ে অন্য জিনিসকে ত্যাগ করার মধ্য দিয়ে মানুষ দেওয়া-নেওয়ার বিকল্প অবস্থা বেছে নেয়।
মানুষ একই সাথে দুইটি কাজ যথাযথভাবে করতে পারে না। একটি পছন্দের কাজ করতে গিয়ে আরেকটি পছন্দের কাজ করা থেকে তাকে বিরত থাকতে হয়। যেমন- কেউ যদি টিভি দেখে, তবে তাকে খেলাধুলার জন্য সময় ব্যয় করা থেকে বিরত থাকতে হবে। সে একই সাথে টিভি দেখা এবং খেলাধুলা করার কাজটি করতে পারে না। এভাবেই মানুষ দেওয়া নেওয়ার বিকল্প অবস্থা বেছে নেয়।