অভাব কম হলে দুষ্প্রাপ্যতার সৃষ্টি হতো না- ব্যাখ্যা কর।
উত্তর : অভাব কম হলে সীমিত সম্পদ দিয়েই তা পূরণ হয়ে যেত এবং আর দুষ্প্রাপ্যতার সৃষ্টি হতো না।
মানুষের অভাব অসীম বলেই সীমিত সম্পদ দিয়ে তা পূরণ করা যায় না। তাই মানুষ গুরুত্বের ভিত্তিতে অভাব নির্বাচন করে পূরণ করে। যদি অভাব কম হতো, তবে মানুষকে এ সমস্যায় পড়তে হতো না এবং সম্পদের দুষ্প্রাপ্যতারও সৃষ্টি হতো না। কেননা, তখন সীমিত সম্পদই অভাব পূরণের জন্য যথেষ্ট হতো। এ কারণেই বলা যায়, অভাব কম হলে দুষ্প্রাপ্যতার সৃষ্টি হতো না।