আমাদের দেশকে উন্নয়নশীল দেশ বলা হয় কেন?
উত্তর : বাংলাদেশ উন্নয়ন পরিকল্পনা ও উন্নয়ন কর্মসূচির মাধ্যমে উন্নয়নের পথে ক্রমশ অগ্রসর হচ্ছে এবং কিছু মাত্রায় অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে তাই বাংলাদেশকে উন্নয়নশীল দেশ বলা হয়।
বাংলাদেশে প্রায় চার দশক ধরে পরিকল্পিত উপায়ে উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে এবং ইতিমধ্যেই দেশে উন্নয়নের ভিত্তি রচিত হয়েছে। শিক্ষার হার ক্রমশ বৃদ্ধি পাওয়ায় সামাজিক পরিবেশের উন্নয়ন ঘটেছে। দেশের প্রাকৃতিক সম্পদ ও জনশক্তিকে সুষ্ঠুভাবে কাজে লাগানো হলে অদূর ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়ন দ্রুত বৃদ্ধি পাবে। এসব দৃষ্টিকোণ থেকে আমাদের দেশকে উন্নয়নশীল দেশ বলা হয়।