দামব্যবস্থা সম্পর্কে ব্যাখ্যা কর।

দামব্যবস্থা সম্পর্কে ব্যাখ্যা কর।

উত্তর : ধনতান্ত্রিক অর্থব্যবস্থার স্বয়ংক্রিয় দামব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। উৎপাদনকারীর উৎপাদনের পরিমাণ ও ভোগকারীর ভোগের পরিমাণ দ্রব্যের দাম দ্বারা নির্ধারিত হয়। এ ব্যবস্থায় অর্থনৈতিক কার্যাবলির উপর কোনো সরকারি নিয়ন্ত্রণ থাকে না। কোন দ্রব্য কী পরিমাণ উৎপাদিত হবে, কী পরিমাণ ভোগ হবে এ সব ব্যাপারে নিজ নিজ ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় এ সব অর্থনৈতিক কাজকর্ম আপাতদৃষ্টিতে শৃঙ্খলহীন হয়। তা একটি অদৃশ্য শক্তিদ্বারা পরিচালিত হয়। এ অদৃশ্য শক্তিই হলো দামব্যবস্থা।

Table of Contents

About Post Author

Related posts