মানুষ কীভাবে অভাব নির্বাচন ও বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে?
উত্তর : মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত। ফলে এ সীমিত সম্পদ দিয়ে মানুষের সকল অভাব পূরণ করা সম্ভব হয় না। অভাবের গুরুত্ব বিবেচনা করে মানুষ তার অভাবগুলো পূরণ করে। তাই বিভিন্ন অভাবের মধ্যে অতি প্রয়োজনীয় অভাবগুলোই মানুষ অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করে থাকে। আর এভাবেই মানুষ অভাব নির্বাচন ও বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে।