সঞ্চয় কী?
উত্তর ভবিষ্যতের কথা ভেবে মানুষ বর্তমানে অর্জিত আয়ের পুরোটাই ভোগ করে না। বরং আয়ের একটি অংশ কোনো আর্থিক প্রতিষ্ঠানে রেখে দেয়। এই রেখে দেওয়া অংশের নাম সঞ্চয়। এই সঞ্চয় মূলত নির্ভর করে ব্যক্তির আয়ের পরিমাণ, পারিবারিক দায়িত্ববোধ, দূরদৃষ্টি, সামাজিক নিরাপত্তা এবং সুদের হারের উপর। সুতরাং মানুষ তার অর্জিত আয়ের যে অংশ ‘ভোগ না করে ভবিষ্যতের জন্য জমা রাখে তাকে সঞ্চয় বলে।