‘অসীম অভাব’ বলতে কী বোঝায়?
উত্তর : সীমিত সম্পদের তুলনায় অভাবে
সংখ্যাধিক্যতাকেই অসীম অভাব বলা হয়।
মানুষের দৈনন্দিন জীবনে অভাবের কোনো শেষ নেই। কোনো একটি দ্রব্যের অভাব পূরণ হলে আবার নতুন অভাবের জন্ম হয়। যেমন জীবনধারণের জন্য প্রয়োজন খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদির অভাব পূরণ হলে মানুষ উন্নতমানের জীবনযাপনের জন্য পুষ্টিকর ও সুস্বাদু খাদ্য, সুরম্য বাসভবন, উন্নতমানের চিকিৎসা ইত্যাদির অভাব অনুভব করে। মূলত অসীম অভাব বলতে অভাবের এরকম ব্যাপকতাকেই বোঝায়।