সুযোগ ব্যয় কী?
উত্তর:কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্যদিকে ত্যাগ করতে হয়। এই ত্যাগকৃত পরিমাণই হলো অন্য দ্রব্যটির ‘সুযোগ ব্যয়’। অর্থনীতিতে ‘সুযোগ ব্যয়’ একটি বহুল ব্যবহৃত ধারণা। ধরি, অমিদের এক বিঘা জমি আছে। এ জমিতে ধান চাষ করলে বিশ কুইন্টাল ধান উৎপাদন করা যায়। ঐ জমিতে ধান চাষ না করে যদি পাট চাষ করে, তাহলে দশ কুইন্টাল পাট উৎপাদন করা যায়। এক্ষেত্রে বিশ কুইন্টাল ধানের সুযোগ ব্যয় হলো দশ কুইন্টাল পাট।