অর্থনীতিতে সম্পদ বলতে কী বোঝায়?
উত্তর : সাধারণ অর্থে সম্পদ বলতে কোনো জিনিস বা দ্রব্য সামগ্রীকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে সব জিনিস বা দ্রব্য সামগ্রীকে সম্পদ বলা যায় না। অর্থনীতিতে সম্পদ হলো সেই সমস্ত জিনিস বা দ্রব্য, যেগুলো পেতে অর্থ ব্যয় করতে হয়। সংক্ষেপে এই দ্রব্যগুলোকে অর্থনৈতিক দ্রব্যও বলা হয়। যেমন ঘরবাড়ি, আসবাবপত্র, টিভি ইত্যাদি বস্তুগত সম্পদ। আবার ডাক্তারের সেবা, শিক্ষকের পাঠদান ইত্যাদি হলো অদৃশ্যমান বা অবস্তুগত কোনো জিনিসকে অর্থনীতিতে সম্পদ বলতে হলে তার চারটি বৈশিষ্ট্য থাকা আবশ্যক। যেমন- উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা এবং বাহ্যিকতা। উল্লিখিত বৈশিষ্ট্যগুলো থাকলে কোনো দ্রব্য বা জিনিসকে অর্থনীতিতে সম্পদ বলা হয়।