বিনিয়োগ কীভাবে উৎপাদন বাড়ায়?
উত্তর সাধারণ অর্থে ব্যবসা-বাণিজ্যে অর্থ ব্যয় করাকে বিনিয়োগ বলে। কিন্তু অর্থনীতিতে বিনিয়োগ শব্দটির বিশেষ ব্যাখ্যা রয়েছে। কোনো নির্দিষ্ট সময়ে মজুদ মূলধন দ্রব্যের সঙ্গে যতটা অতিরিক্ত মূলধন দ্রব্য যোগ করা হয় তাকে অর্থনীতিতে বিনিয়োগ বলে।
বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের পরিমাণ বাড়ে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। ধরা যাক, একটি নির্দিষ্ট সময়ে একটি কারখানায় এক লক্ষ টাকার মূলধন সামগ্রী আছে। উৎপাদন বাড়ানোর জন্য আরও পঞ্চাশ হাজার টাকা ঐ কারখানায় ব্যবহৃত হলো। অতিরিক্ত এই পঞ্চাশ হাজার টাকা হলো বিনিয়োগ।