সব জিনিসকে আমরা সম্পদ বলতে পারি না কেন?
উত্তর : সব জিনিসকে আমরা সম্পদ বলতে পারি না কারণ, কোনো জিনিসকে সম্পদ বলতে হলে তার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। এ বৈশিষ্ট্যসমূহ হচ্ছে উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা এবং বাহ্যিকতা। কোনো জিনিসের উপযোগ সৃষ্টির ক্ষমতা না থাকলে তা মানুষ অর্থ দিয়ে কেনে না। নদীর পানি, বাতাস ইত্যাদির যোগান প্রচুর বলে এগুলো সম্পদ নয়। কবির প্রতিভা হস্তান্তরযোগ্য নয় এবং কম্পিউটারের উপর বিশেষ দক্ষতা বা অভিজ্ঞতা কিংবা কারও চারিত্রিক গুণাবলির কোনো বাহ্যিক অস্তিত্ব নেই বলে এগুলোকেও সম্পদ বলা যাবে না।