অবাধলভ্য ও অর্থনৈতিক প্রব্যের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
উত্তর : যে সমস্ত দ্রব্য বিনামূলে পাওয়া যায় তাকে অবাধলভ্য দ্রব্য বলে। আর যেসব দ্রব্য পাওয়ার জন্য মানুষকে মূল্য প্রদান করতে হয় তাকে অর্থনৈতিক দ্রব্য বলে।
অবাধলভ্য দ্রব্য প্রকৃতিতে অবাধে পাওয়া যায় এবং এর যোগান থাকে সীমাহীন। যেমন- আলো, বাতাস, নদীর পানি ইত্যাদি। অন্যদিকে, অর্থনৈতিক দ্রব্যের যোগান থাকে সীমিত। যেমন খাদ্য, বস্ত্র, বই, কলম, চেয়ার, টেবিল ইত্যাদি।