উপযোগ বলতে কী বোঝায়?
উত্তর : সাধারণ কথায় উপযোগ বলতে আমরা বুঝি দ্রব্যের উপকারিতা। কিন্তু অর্থনীতিতে কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে।
বস্তুগত বা অবস্তুগত যে কোনো দ্রব্য যখন মানুষের কোনো না। কোনো অভাব পূরণ করে, তখন তার উপযোগ আছে বলা যায়। অর্থনীতিবিদ সেয়ার্স বলেন “উপযোগ হলো কোনো দ্রব্যের ঐ বিশেষ গুণ বা ক্ষমতা, যা মানুষের অভাব পূরণ করতে পারে।” উপযোগ হলো একটি মানসিক অনুভূতি। ফলে তা পূরণের পর দ্রব্যের আর উপযোগ থাকে না।