কীভাবে বাজার চাহিদা রেখা পাওয়া যায়?
উত্তর : একজন ব্যক্তির চাহিদাসূচি থেকে যেমন ব্যক্তিগত চাহিদা রেখা অঙ্কন করা যায়। তেমনি সমস্ত ক্রেতার ব্যক্তিগত চাহিদা যোগ করে বাজার চাহিদা রেখা অঙ্কন করা সম্ভব। উদাহরণস্বরূপ, কোনো বাজারে যদি দুজন ক্রেতা থাকে এবং পণ্যের দাম ৩ টাকা হলে তাদের চাহিদা যথাক্রমে ১৫ ও ২০ একক হয় তাহলে বাজার চাহিদা চাহিদা হবে (১৫ + ২০) = ৩৫ একক। এভাবে বাজার চাহিদা সূচি তৈরি করা সম্ভব এবং তা দ্বারা বাজার চাহিদা রেখা পাওয়া যায়।