নদীর পানি সম্পদ নয় কেন?
উত্তর : কোনো জিনিসকে যদি অর্থনীতিতে সম্পদ বলতে হয়, তবে তার চারটি বৈশিষ্ট্য থাকা আবশ্যক। যেমন উপযোগ, অপ্ৰাচুৰ্যতা, হস্তান্তরযোগ্যতা ও বাহ্যিকতা।
অর্থনীতিতে কোনো দ্রব্য সম্পদ হতে হলে তার পরিমাণ ও যোগান সীমিত থাকবে, যা অপ্রাচুর্যতা বৈশিষ্ট্যের অনুগত। নদীর পানি সম্পদ নয়, কারণ প্রকৃতিতে এর যোগান প্রচুর। যেটি অপ্রাচুর্যতা বৈশিষ্ট্যকে অতিক্রম করেছে। তাই নদীর পানিকে সম্পদ হিসেবে গণ্য করা হয় না।