বাজার চাহিদা বলতে কী বোঝায়?
উত্তর : বাজার চাহিদা বলতে বাজারে নির্দিষ্ট দামে সব ভোক্তার ব্যক্তিগত চাহিদার সমষ্টিকে বোঝায়।
কোনো দ্রব্য ভোগ করার জন্য যে ব্যক্তি অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে, তাকে ভোক্তা বলা হয়। আর বাজারে উপস্থিত সব ভোক্তার চাহিদা যোগ করে বাজার চাহিদা পাওয়া যায়। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো বাজারে যদি দুজন ভোক্তা থাকে এবং পণ্যের দাম ২ টাকা হলে তাদের চাহিদা যদি যথাক্রমে ১৫ ও ২০ কুইন্টাল হয় তাহলে বাজার চাহিদা হবে(১৫ + ২০) = ৩৫ কুইন্টাল।