বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রতিভাকে অর্থনীতির ভাষায় সম্পদ বলা যায় না কেন?
উত্তর :সম্পদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো হস্তান্তরযোগ্যতা। অর্থনীতিতে কোনো জিনিস বা দ্রব্যকে সম্পদ হতে হলে অবশ্যই তার হস্তান্তরযোগ্যতা থাকতে হবে। অন্যথায় তা সম্পদ বলে পরিগণিত হবে না। হস্তান্তরযোগ্যতা বলতে বোঝায় হাত বদল হওয়া। অর্থাৎ যে দ্রব্যের মালিকানা বদল বা পরিবর্তন করা যায় তাই হলো সম্পদ। রবীন্দ্রনাথের প্রতিভাকে অর্থনীতির ভাষায় সম্পদ বলা যায় না। কারণ এর হস্তান্তরযোগ্যতা নেই। অর্থাৎ এর মালিকানা পরিবর্তন সম্ভব নয়।