সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর : ভোগ ব্যয়ের পরে আয়ের যে অংশ অবশিষ্ট থাকে তাকে সঞ্চয় বলে। সঞ্চয় হলো আয় ও ভোগের মধ্যকার পার্থক্য। আর সঞ্চয়কে উৎপাদনে খাটিয়ে বর্তমান মূলধন দ্রব্যের মোট পরিমাণ বৃদ্ধি কিংবা নতুন মূলধন সৃষ্টি করা হলে তাকে বিনিয়োগ বলা হয়।
সঞ্চয় থেকেই বিনিয়োগের সৃষ্টি। এ কারণে বিনিয়োগ সঞ্চয়ের উপর সঞ্চিত অর্থ মূলধন দ্রব্য উৎপাদনে ব্যয় করলে উৎপাদন ও আয় বৃদ্ধি পায়। ফলে সঞ্চয় ও বিনিয়োগ বাড়ে। সঞ্চয় হলো বিনিয়োগের ভিত্তি। সুতরাং বলা যায়, সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান।