উকিলের পরামর্শকে শ্রম বলা হয় কেন?
উত্তর : মানসিক পরিশ্রমের অন্তর্ভুক্ত উকিলের পরামর্শকে শ্রম বলা হয়।
উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। উৎপাদনে চাষি, জেলে, কামার, কুমার, তৈরি পোশাক শিল্পের শ্রমিকের কায়িক পরিশ্রম প্রভৃতি সকলের শ্রমকেই শ্রম বলে। আবার অফিস আদালতের কর্মচারী-কর্মকর্তার শারীরিক ও মানসিক পরিশ্রমকেও শ্রম বলা হয়। একইভাবে শিক্ষকের শিক্ষাদান, ডাক্তারের সেবা ইত্যাদি শ্রমের অন্তর্ভুক্ত। অন্যথায় উকিলের পরামর্শের মাধ্যমে আইন সংক্রান্ত জটিলতার অবসান হয়। এতে করে উকিলের মানসিক পরিশ্রম ব্যয় হয়। তাই উকিলের পরামর্শকে শ্রম বলা হয়।