কেন এত অবহেলা করো আমায় (obohela koro)

কেন এত অবহেলা করো আমায়

keno ato obohela koro amay, কেন এত অবহেলা করো আমায়

বলছিলাম না এত অবহেলা করো না আমায়, কখন যে হারিয়ে ফেলবে আমায়।
নিজেও জানতে পারবে না, অনেক অপেক্ষা করেছি তোমার জন্য।
কিন্ত তোমার অবহেলা কখন কমেনি,

তাই বলছি ভালো থেকো,, ভয় নেই
সম্পর্কের দোহাই দেব না কখনো আমি,,,

“আর পড়ুনঃ” বিষন্ন মন ভালো করার এস এম এস (Bishonno Mon)

কোন জোড় ও করবো না, ইচ্ছে হলে এস এম এস দিও না হলে না দিও
তবে আগের মতো হয়তো আমাকে আর পাবে না।
সবকিছু বাধ দিয়ে তোমায় নিয়েই ভাবতাম

“আর পড়ুনঃ” বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না (ভালবাসা শব্দটা মলিন বা বর্ণহীন)

কিন্তু তোমার অবহেলার মাত্র এত পরিমান বেড়ে গেছে
আমার অসীম ভালবাসা হারিয়ে ফেলেছি

ভালো থেকো বেশি খারাপ লাগলে চলে যেতে পারো আটকে রাখব না,,
অবশ্য এখন আমারা থাকা আর না থাকাতে তোমার কিছু যায় আসে না

তবে মনে রেখ আমার এই চেইন্জ এর জন্য তুমি দায়ী

একটা দিনে ২৪ ঘন্টা, তার মাঝে
তুমি প্রতিদিন আমায় ৪ ঘন্টা সময় দিতে…..
আমার কষ্ট লাগতে না আমি তো ৪ মিনিটে ও খুশি থাকতাম
তাও তোমার কাছে ছিল না

ভালোবাসার মানুষটির কাছে সব থেকে ভালো লাগার মুহুর্ত জানো?
যখন তার ভালোবাসার মানষুট তার সাথে তাকে কিংবা দূর থেকে একটু সময় দেয়,,
আমি হয়তো নিজেকে অনেকটা পরিবর্তন করে ফেলেছি শুধু তোমার ভালবাসার দিকে থাকিয়ে,,,

“আর পড়ুনঃ” একটা মেয়ের অনেক গুলো ছবি, পিকচার, পিক, ফটো (Girl)

কিন্তু সেই ভালবাসা এত তাড়াতাড়ি কমে যাবে আমি বুঝতে পারি নি,,
ঘন্টার পর ঘন্টা মেসেজ কিংবা কল ও দিতে পারি না—
সপ্তাহে কিংরা মাসে একবার দেখা ও করতে চাই না—

কেন এত অবহেলা করো আমায়

শুধু চাই যখন তোমায় মনে পড়বে তুমি বুঝতে পার ও আমায়—-
একটা কথা কি জানো

অবহেলা মাত্রটা যখন বেড়ে যায় তখন ভালবাসার ইচ্ছে টাও দিন দিন হারিয়ে যায়–
আমি ও নিজেকে গুছিয়ে নিয়েছি,,

চিন্তা করে ফেলেছি তুমি দূরে থাকেতে চাও,,,,
তবে আমি কেন জুড় করবো,,
তুমি আসার আগে ও আমি একা ছিলাম
এখন ও একা থাকতে পারবো

“আর পড়ুনঃ” খুব কষ্ট হচ্ছে আজ, আমি তোমার যোগ্য না এস এম এস

হয়তো তোমার মাঝের স্মৃতি গুলো
একটু কষ্ট দিবে এর বেশি কিছু নয়,,
হয়তো অপেক্ষায় থাকরো তুমি একদিন বুঝতে পারবে ভালবাসার মূল্য

হয়তো সে দিন
আমায় খুজবে কিন্তু পাবে না,

হয়তো রক্তাক্ত রিদয় নিয়ে বাড়ি ফিরবে আর মনে মনে পুরনো দিন গুলির কথা মনে পরবে
মনে বার বার উকি দিবে কি করেছিলে আমার সাথে
কতটা অবহেলা করেছো কতটা কষ্ট দিয়েছো
চাইনা আমার মতো তুমি কষ্ট পাও তুমি সুখে থাকো এই প্রশ্যাসা করি

ভালো থেকো,,,,,, সুখে থেকো ভালো থাকুক সুখে থাকুক আমার আপনজন

Related posts