ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মূল কথাটি কী?
উত্তর : উপকরণ ব্যবহারের সাথে উৎপাদন বাড়ার নিয়মকে অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে যদি কোনো নির্দিষ্ট পরিমাণ জমিতে ক্রমাগতভাবে অধিক শ্রম ও মূলধন নিয়োগ করা হয় তাহলে শ্রম ও মূলধন যে হারে নিয়োগ করা হয় উৎপাদন তা অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়। সাধারণত কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করতে গেলে এই বিধিটি কার্যকর হয়। উৎপাদন বাড়ানোর জন্য ক্রমাগত বেশি পরিমাণ উপকরণ নিয়োগ করতে থাকলে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে। ক্রমহ্ৰাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে তিনটি অবস্থার সৃষ্টি হয়। যথা : প্রথম স্তরে মোট উৎপাদন বৃদ্ধি ক্রমবর্ধমান হয়, দ্বিতীয় স্তরে মোট উৎপাদন বৃদ্ধি সর্বোচ্চ হয় এবং তৃতীয় স্তরে মোট উৎপাদন বৃদ্ধি ক্রমহ্রাসমান হয়।